• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কাতারের সাথে বিরোধ নিরসনের উপায় খুঁজছে সৌদি আরব

অনলাইন ডেস্ক
  ২২ নভেম্বর ২০২০, ১৭:৫৪
Saudi Arabia, Quatar , Saudi Quatar relationship
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান জানিয়েছেন, কাতারের সাথে তিন বছরের বিরোধ নিষ্পত্তির পথ খুঁজছে তার দেশ।

শনিবার সৌদিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনস্থলের বাইরে আল জাজিরাকে দেয়া এক ভার্চুয়াল সাক্ষাৎকারে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরব বর্তমানে কাতারের প্রতি দেয়া অবরোধ প্রত্যাহারের উপায় অনুসন্ধান করছে। তবে এর সঙ্গে কিছু নিরাপত্তা সম্পর্কিত উদ্বেগের বিষয়ও যুক্ত থাকে বলে জানান তিনি।

২০১৭ সালে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিশর ও সৌদি আরব কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। দেশগুলোর অভিযোগ ছিল, কাতার সন্ত্রাসবাদে সমর্থন দিচ্ছে। তবে সব সময়ই এসব অভিযোগ নাকচ করে আসছে কাতার।

সৌদি মন্ত্রী বলেন, ‘কাতারের ভাইদের সাথে আমরা আমাদের যোগাযোগ রক্ষা করতে চাই। আশা করছি, কাতারও আমাদের সাথে অনুরূপ সম্পর্ক পুনরুদ্ধারে আগ্রহী।’

তবে নিরাপত্তা নিয়ে অবরোধ আরোপকারী চার আরব দেশের আইনসঙ্গত উদ্বেগের সমাধান করা জরুরি বলেও মনে করেন প্রিন্স ফয়সাল।

এদিকে, কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি গত সপ্তাহে বলেছিলেন, উপসাগরীয় অঞ্চলে সম্পর্কের বৈরিতা সৃষ্টি করার মাধ্যমে কেউ বিজয়ী হবে না। তিনি আশা করেন, সব সংকটের সমাধান কেবল সময়ের ব্যাপার মাত্র।

এমএস/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তি সইয়ের সম্ভাবনা
ওমরাহ যাত্রীদের জন্য নতুন নির্দেশনা সৌদির
বাংলাদেশের জ্বালানি খাতে ১৪০ কোটি ডলার বিনিয়োগ সৌদির
সৌদি আরবে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
X
Fresh