• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ইতালির পম্পেই নগরীতে দুই হাজার বছর আগের কঙ্কাল উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২২ নভেম্বর ২০২০, ১৩:৩১
Skeleton, Italy, Pompei in Itali
উদ্ধার হওয়া দুই হাজার বছর আগের কঙ্কাল

ইতালির পম্পেই নগরীতে দুই হাজার বছর আগের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। প্রত্নতত্ত্ববিদরা ধারণা করছেন, গত শনিবার উদ্ধার হওয়া কঙ্কালটির একটি সেই সময়কার এক ধনাঢ্য ব্যক্তির এবং অপরটি তার ক্রীতদাসের। খবর দ্যা সাবাহের।

ইতালির প্রাচীন রোমান নগরীর উপকণ্ঠে একটি বাড়ি খননের সময় কঙ্কাল দুটির অংশবিশেষ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, খ্রিস্টপূর্ব ৭৯ সালে বাড়িটিতে একটি বিস্ফোরণ হয়। এরপর সেখান থেকে পালাতে গিয়ে দুই ব্যক্তি দগ্ধ হয়ে মারা যায়।

উদ্ধারকৃত কঙ্কালের মেরুদন্ডের হাড় পর্যালোচনা করে দেখা যায় একজনের ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। মনে করা হচ্ছে, যুবক বয়সের ওই ব্যক্তি বাড়িতে শ্রমিক হিসেবে কাজ করত। আরেকজনের বুকের দিকের হাড় বিশ্লেষণ করে বলা হয়, তার বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে।

দুই কঙ্কালই উদ্ধার করা হয় বাড়ির উপরে দিকের সিড়ির করিডোরে।

অল্প বয়স্ক ব্যক্তিটি পশমের কোনো শর্ট পরিহিত ছিলো। এবং অপরজনের গায়ে ছিলো ছোট শার্টের মতো কোনো বস্ত্র।


এমএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার হাইকোর্টে লাশের সুরক্ষা ও কঙ্কাল চুরি রোধে রিট
একরাতে কবরস্থান থেকে ১৮ কঙ্কাল চুরি
X
Fresh