• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

জি ২০ সম্মেলন বয়কটের ডাক হতাশাজনক : সৌদি পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২১ নভেম্বর ২০২০, ১৭:৪৫
Saudi Arabia, G 20 summit, G 20 summit in Saudi Arabia
সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল যুবায়ের

প্রথমবারের মতো জি ২০ সম্মেলন আয়োজন করছে সৌদি আরব। আজ ও আগামীকাল ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে এ সম্মেলন। তবে মানবাধিকার ইস্যুতে সৌদির অবস্থানের সমালোচনা করে সম্মেলন বর্জনের আহ্বান জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। এ অবস্থায় সম্মেলন বর্জন আহ্বানকারীদের একহাত নিলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল যুবায়ের।

সম্মেলনের প্রাক্কালে বিবিসিকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, ‘আমাদের দেশের নিজস্ব আইন কানুন আছে। আমরা সেই আইন বাস্তবায়ন করি। আমাদের বিচার বিভাগ স্বাধীন। দেশের আইন মেনে চলতে অভ্যস্ত এ দেশের প্রতিটি নাগরিক। এ অবস্থায় সম্মেলন বয়কটের আহ্বান অযৌক্তিক ও হতাশাজনক।’

ইতোমধ্যে বিশ্বের শীর্ষ অর্থনৈতিক শক্তিধর দেশগুলোর এ জোট প্রায় ২১ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছে করোনার সঙ্গে লড়াইয়ের জন্য। বিভিন্ন দেশের ভ্যাকসিন পরীক্ষাতেও অনুদান দিয়েছে জি-২০ দেশগুলো।

তবে সূত্র জানাচ্ছে, গত ছয় মাসে যেভাবে প্রতিটি দেশের অর্থনৈতিক ভিত্তি ধসে পড়েছে, তা নিয়ে চিন্তিত জি-২০ দেশগুলো। কিভাবে এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো যায়, তা নিয়ে জরুরি সিদ্ধান্ত নেয়া হতে পারে বৈঠকে।

এমএস


মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh