• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

জো বাইডেনের সরকারে মন্ত্রী হতে যাচ্ছেন বাঙালি অরুণাভ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২১ নভেম্বর ২০২০, ১৬:৪২
Arun Majumder, Jo Biden., Arunav Majumder
অরুণ মজুমদার

নবনির্বাচিত আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের মন্ত্রিসভায় ঠাঁই পেতে যাচ্ছেন একজন বাঙালি। তার নাম অরুণাভ মজুমদার। তবে অরুণ মজুমদার নামেই বেশি পরিচিত তিনি। নিউইয়র্ক টাইমসহ কয়েকটি মার্কিন সংবাদমাধ্যম এ খবর নিশ্চিত করেছে। ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, অরুণ মজুমদার সম্ভবত এনার্জি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন।

অরুণ মজুমদার ভারতের বাঙালি পরিবারের সন্তান। মুম্বাইয়ের আইআইটি থেকে স্নাতক শেষ করে তিনি ভর্তি হন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন তিনি।

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তাকে অ্যাডভান্সড রিসার্চ প্রোজেক্ট এজেন্সির প্রধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছিলেন। তিনি বাইডেনেরও এনার্জি বিষয়ক উপদেষ্টা। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, অরুণ দুই দলের কাছেই জনপ্রিয়। তাই তিনি এনার্জি মন্ত্রী হলে সিনেটের অনুমোদন পাওয়া সহজ হবে।

এমএস/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাম পেল বাইডেন-জয়ার তিন কন্যা
প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নিকি হ্যালি
পাকিস্তানের নবগঠিত সরকারকে স্বীকৃতি না দিতে বাইডেনকে চিঠি
বাইডেনের চিঠির জবাব দিয়েছেন শেখ হাসিনা
X
Fresh