• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

পরীক্ষামূলকভাবে দশ লাখ মানুষকে করোনার টিকা দিয়েছে চীন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২০ নভেম্বর ২০২০, ২৩:৪৪
Coron vaccine of China, Cinovacc, Cinofarm
সংগৃহীত

প্রায় দশ লাখ মানুষকে পরীক্ষামূলকভাবে করোনা টিকা দিয়েছে চীন। দেশটিতে সিনোফার্মের তৈরি এ টিকা প্রয়োগের তথ্য সিএনএনকে জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান লি ঝিংজেন।

তিনি জানান, টিকা গ্রহণকারী কারো মধ্যে গুরুতর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। তবে কয়েকজনের মধ্যে হালকা কিছু লক্ষণ দেখা গিয়েছে।

লি জানান, নির্মাণ শ্রমিক, কূটনৈতিক ও শিক্ষার্থীদেরকে এ টিকা দেয়া হয়। এর মধ্যে কেবল গত ৬ নভেম্বর একদিনেই ৫৬ হাজার মানুষকে জরুরি টিকা দেয়া হয়।

টিকার কার্যকারিতার উদাহরণ হিসেবে তিনি জানান, একটি প্রতিষ্ঠানের ৯৯ জন কর্মী বিদেশে তাদের একটি কার্যালয়ে ছিল। এদের মধ্যে ৮১ জনকে টিকা দেওয়া হয়েছিল। করোনার সংক্রমণ শুরু হলে টিকা গ্রহণকারী কেউই করোনায় আক্রান্ত হয়নি। তবে যে ১৮ জনকে টিকা দেওয়া হয়নি তাদের মধ্যে ১০ জন আক্রান্ত হয়েছে।

মধ্যপ্রাচ্য ও দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশে টিকার তৃতীয় ধাপের ট্রায়াল চালায় সিনোফার্ম।

এমএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh