• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

আল কায়েদার সর্বোচ্চ নেতা জাওয়াহিরির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২০ নভেম্বর ২০২০, ২২:৫৪
আল কায়েদার শীর্ষ নেতা আয়মান আল জাওয়াহিরি

মধ্যপ্রাচ্যভিত্তিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার শীর্ষ নেতা আয়মান আল জাওয়াহিরি মারা গেছেন। শুক্রবার ডেইলি মেইল অনলাইন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, সম্ভবত শ্বাসকষ্টের কারণে জাওয়াহিরির মৃত্যু হয়। তবে তার মৃত্যু হয়েছে চলতি মাসের কোনো এক সময়ে। দাফনও হয়েছে অত্যন্ত সাদামাটাভাবে।

আল কায়েদার হয়ে কাজ করা এক অনুবাদক ডেইলি মেইলকে জানিয়েছেন, গত সপ্তাহে গজনীতে মারা গেছেন জওয়াহিরি। মৃত্যুর আগে তেমন কোনো চিকিৎসাও হয়নি আল-কায়েদা প্রধানের।

২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন সেনাবাহিনীর অভিযানে নিহত হয় আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেন। এরপরই সংগঠনের হাল ধরেছিল আয়মান আল জাওয়াহিরি।

যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে আল কায়েদা হামলার বর্ষপূর্তি উপলক্ষে চলতি মাসের প্রথম দিকে এক ভিডিও বার্তায় আল কায়েদার ওই শীর্ষ নেতাকে দেখা যায়।

তবে জাওয়াহিরির মৃত্যুর বিষয়ে আল-কায়েদার পক্ষ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি।

এদিকে, ইরানে চলতি বছরের আগস্টে আল কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা আবু মুহাম্মদ আল মাসরি নিহত হন বলে ডেইলি মেইলের প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এমএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh