logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০, ১১ অগ্রহায়ণ ১৪২৭

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২০ নভেম্বর ২০২০, ২১:২০
আপডেট : ২০ নভেম্বর ২০২০, ২১:২৯

ভুটানে গোপন গ্রাম তৈরি করছে চীন

China, Vutan, Ladakh, Doklam
গুগল ম্যাপ থেকে প্রাপ্ত গোপন গ্রামের ছবি
মালিকানার দাবি নিয়ে ভারত ও চীনের মধ্যে বিরোধপূর্ণ ডোকলাম সীমান্তের কাছে ভুটানের জমিতে চীনের গোপন গ্রামের সন্ধান মিলেছে। খবর ডয়েচে ভেলের। 

প্রতিবেদনে বলা হয়, ভুটানের দুই কিলোমিটার ভেতরে গোপনে গ্রাম তৈরি করেছে চীন। চীনের সরকারি মিডিয়ায় কর্মরত এক প্রবীণ সাংবাদিক ওই গ্রামের ছবি টুইট করে। তার টুইটের ভিত্তিতে অনুসন্ধান শুরু ডয়েচে ভেলে। 

চীনের ওই সাংবাদিকের নাম শেন শিওয়েই। তিনি সিজিটিএন নিউজের সিনিয়র প্রোডিউসার। শিওয়েই প্রথমে সেই ছবি টুইট করে বলেন, ডোকলাম এলাকায় তৈরি হয়েছে ওই গ্রাম। পরে তিনি গ্রাম কোথায় হয়েছে, সেটিও দেখিয়ে দেন। পরে অবশ্য টুইটটি মুছে দেয়া হয়। 

ভুটানের সামরিক বাহিনীর সদস্য সংখ্যা খুবই সীমিত হওয়ায় দেশটির প্রতিরক্ষা ব্যবস্থার অনেকটাই দেখভাল করে ভারত। তাই চীনের এই পদক্ষেপ নিয়ে উদ্বিগ্ন দেশটি। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চীন যদি সত্যিই ভুটানের জমিতে গ্রাম তৈরি করে, তাহলে সেটি খুবই উদ্বেগের বিষয়।

বর্তমান সময়ে বিরোধপূর্ণ লাদাখের আগে ডোকলামই ছিল ভারত ও চীনের মধ্যে সব চেয়ে বড় বিরোধের ইস্যু। 

এমএস/পি

 

RTVPLUS