• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

যুক্তরাষ্ট্রে টিকার জরুরি অনুমোদন চাইতে যাচ্ছে ফাইজার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২০ নভেম্বর ২০২০, ২০:০৬
সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রে ফের ভয়াবহভাবে বাড়ছে করোনার প্রকোপ। বৃহস্পতিবারও দেশটিতে করোনায় মারা গেছে ২ হাজার ২০০ জন। এ অবস্থায় শুক্রবার নিজেদের উদ্ভাবিত টিকা প্রয়োগে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের কাছে জরুরি অনুমোদন চাইতে যাচ্ছে ফাইজার এবং তাদের সহযোগী প্রতিষ্ঠান বাইয়োএনটেক। খবর বিবিসির।

ফাইজারের টিকা মানবদেহের জন্য কতটা নিরাপদ, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে যুক্তরাষ্ট্রের সংস্থাটি। তবে অনুমোদন পেতে কতদিন লাগতে পারে, সেটি এখনও স্পষ্ট নয়। মার্কিন সরকার আশা করছে, ডিসেম্বরের প্রথমার্ধের মধ্যেই টিকার অনুমোদন মিলবে।

টিকার চূড়ান্ত ট্রায়ালে দেখা গেছে, এটি ৯৪ ভাগ ক্ষেত্রে সফলভাবে কাজ করেছে। পরীক্ষায় সব মিলিয়ে ৪১ হাজার মানুষকে সম্পৃক্ত করা হয়।

ইতোমধ্যে যুক্তরাজ্য ফাইজারের টিকার ৪ কোটি ডোজ আগাম অর্ডার করেছে। এ বছরের শেষ নাগাদ দেশটি ১ কোটি ডোজ হাতে পাবে।

এমএস/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনা টিকায় স্নায়ুতে দেখা দিতে পারে জটিল পার্শ্বপ্রতিক্রিয়া!
X
Fresh