• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ফেব্রুয়ারিতে ভারতে অক্সফোর্ডের করোনার টিকা প্রয়োগ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২০ নভেম্বর ২০২০, ১৭:৩৮
Corona in India, Coron Vaccine in India, Oxford corona vaccine
সংগৃহীত

চূড়ান্ত পরীক্ষায় সফল হলে আগামী ফেব্রুয়ারি থেকে ভারতে অক্সফোর্ডের করোনার টিকা সরবরাহ শুরু হবে। অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে টিকা পাবেন দেশের স্বাস্থ্যকর্মী ও প্রবীণ নাগরিকরা। আর সর্বসাধারণের জন্য এটি বাজারজাত করা হবে এপ্রিলে। দুই ডোজ টিকার বাজারমূল্য ধরা হয়েছে সর্বোচ্চ এক হাজার রুপি। খবর আনন্দবাজারের।

বৃহস্পতিবার ভারতের টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান সিরাম ইন্সটিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা আদার পুনাওয়ালা এ তথ্য জানান। তবে তিনি বলেন, ‘সব কিছু নির্ভর করছে চূড়ান্ত পরীক্ষার ফল এবং অনুমোদনের ওপর।’

২০২৪ সালের মধ্যে সব ভারতীয় এই টিকা পাবেন বলে জানান তিনি।

টিকার কার্যকারিতা সম্পর্কে জানতে চাইলে সিরামের সিইও জানান, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনিকার টিকা প্রাপ্তবয়স্কদের জন্য ভালো কাজ করছে। প্রথম দিকে যা ছিল উদ্বেগজনক। এখন পর্যন্ত টিকার কোনো জটিলতা অথবা খারাপ প্রতিক্রিয়া তৈরি হয়নি।

এমএস/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনার নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়ছে, মাস্ক ব্যবহারের পরামর্শ
X
Fresh