• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নার্সের করোনাযুদ্ধের অভিজ্ঞতার কথা শুনে কাঁদলেন জো বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৯ নভেম্বর ২০২০, ২১:০৯

করোনা মোকাবেলায় সামনের সারিতে কাজ করা একজন নার্সের সাথে ভার্চুয়াল আলাপে কাঁদলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আলাপচারিতায় অংশ নেয়া ওই নার্স যুক্তরাষ্ট্রের একটি নার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট।

আলাপচারিতায় অংশ নেয়া ম্যারি নামের ওই নার্স করোনার সময়ে নিজের এবং সহকর্মীদের অবস্থা বর্ণনার পাশাপাশি, মৃত্যুপথযাত্রী রোগীদের অসহায়ত্বের কথা তুলে ধরেন। অভিজ্ঞতা বিনিময়ের এক পর্যায়ে তিনি জো বাইডেনকে জানান, ‘মৃত্যুশয্যায় থাকা মানুষেরা পরিবারকে দেখতে না পেয়ে কেঁদেছে। আমি তাদের হাত ধরে রেখেছি। সেভাবেই বিদায় দিয়েছি।’

বাইডেনের সঙ্গে আলাপকালে ম্যারি বলেন, ‘অনেক মানুষ আইসিইউতে মারা গেছেন। আমরা ভেন্টিলেশনে থাকা মৃত্যুপথযাত্রী মানুষদের যত্ন নিয়েছি। এভাবে আমরা অসুস্থ হয়েছি, কারণ হাসপাতাল কিংবা সরকার নিরাপত্তা দেয়নি’। নার্সের এমন অভিজ্ঞতার কথা শুনে কান্না চেপে রাখতে পারেননি জো বাইডেন।

পরে ওই নার্স সিএনএনকে বলেন, ‘আজ বুকটা খুব হালকা লাগছে। এতদিন বাদে কেউ আমাদের কথা শুনলো।’

এমএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দম্পতি নিহত
এস কে সিনহার মামলার প্রতিবেদন ২২ মার্চ
যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আলোচনা ফলপ্রসূ : পররাষ্ট্রমন্ত্রী
৭ জানুয়ারি : ইতিহাসে আজকের এই দিনে
X
Fresh