• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

পাকিস্তানসহ ১২ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আমিরাতের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৯ নভেম্বর ২০২০, ১৫:৪৬
UAE Suspends Visit Visas For People From 12 Countries including Pakistan
প্রতীকী ছবি

পাকিস্তান ও আরও ১১ দেশ থেকে আসা ব্যক্তিদের জন্য ভিসা সাময়িকভাবে স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত। পরবর্তী নোটিশ দেয়া না পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশটি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

বুধবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই স্থগিতাদেশের খবর নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, পাকিস্তানে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় হয়তো এমন সিদ্ধান্ত নিয়েছে আমিরাত।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী বলেছেন, আমরা জানতে পেরেছি পাকিস্তানসহ ১২ দেশের জন্য ভ্রমণ ভিসা সাময়িকভাবে স্থগিত করেছে আমিরাত।

এই ভিসা নিষেধাজ্ঞার আওতায় পাকিস্তান ছাড়াও আরও যেসব দেশ রয়েছে, সেগুলো হলো- তুরস্ক, ইরান, ইয়েমেন, সিরিয়া, ইরাক, সোমালিয়া, লিবিয়া, কেনিয়া ও আফগানিস্তান।

পাকিস্তানে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশটিতে গত সপ্তাহ ধরে দেশটিতে প্রতিদিনই ২ হাজার করে মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে।

পাকিস্তানের জিও টিভি জানিয়েছে, দেশটিতে এ পর্যন্ত ৩ লাখ ৬৩ হাজার ৩৮০ জন করোনায় আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ৭ হাজার ২৩০ জনের।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকিস্তানে মুদ্রাস্ফীতি বাড়ছে
ড. ইউনূসের দণ্ড স্থগিতের আদেশ বাতিল
ড. ইউনূসসহ চারজনের দণ্ড স্থগিতের প্রশ্নে রায় আজ
পাকিস্তানে সাংবাদিক অপহরণের দায়ে দুই পুলিশ সদস্য বরখাস্ত
X
Fresh