• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ইতালিতে করোনায় একদিনে রেকর্ড ৭৫৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৯ নভেম্বর ২০২০, ০৯:৪৯
Italy’s coronavirus deaths hit new daily high
সংগৃহীত

ইতালিতে বুধবার একদিনে রেকর্ড ৭৫৩ জন করোনাভাইরাসে মারা গেছে। দেশটিতে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর যা একদিনে সর্বোচ্চ।

ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে এ পর্যন্ত ৪২ হাজার ২১৭ জন করোনায় মারা গেছে। যুক্তরাজ্যের পর ইউরোপে এই সংখ্যাটা দ্বিতীয় সর্বোচ্চ।

দৈনিক সর্বোচ্চ মৃত্যুর পাশাপাশি বুধবার ৩৪ হাজার ২৮২ জন করোনায় আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এটা আগের দিনের চেয়ে ৬.৫ শতাংশ বেশি।

এদিকে দেশটিতে করোনায় মৃত্যু বাড়লেও বিশেষজ্ঞরা বলছেন, কার্ভ অব কন্টাজিওন ‘একটি মালভূমিতে’ পৌঁছেছে। ফলে কয়েক সপ্তাহের মধ্যে মৃত্যু কমতে শুরু করবে।

এছাড়া ইতালিতে করোনা সংক্রমণের হার কিছুটা কমেছে বলেছে জানা যাচ্ছে। বুধবার দেশটিতে সংক্রমণের হার ১৫ শতাংশের নিচে ছিল। যা গত সপ্তাহের ১৭ শতাংশের চেয়ে কম।

তবে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রোগীর সংখ্যা এখনও অনেক বেশি। কর্মকর্তারা বলছেন, দেশটির আইসিইউ’র ৪২ শতাংশই করোনা রোগীদের দখলে। তাদের মধ্যে ৩০ শতাংশের অবস্থা গুরুতর।

ইতালির স্বাস্থ্যমন্ত্রী রোবের্তো স্পারাজা বলেছেন, দেশের বিভিন্ন অঞ্চলে আংশিক লকডাউনের কারণে কন্টাজিওন কার্ভ কমতির দিকে। তবে পরিস্থিতি এখনও গুরুতর এবং ‘ধৈর্য ধরতে হবে’ বলেও মন্তব্য করেন তিনি।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোনালদোর পাওনা ১১৩ কোটি টাকা দিতে জুভেন্টাসকে নির্দেশ
ইতালিতে ঝগড়ার জেরে দেশে সংঘর্ষ, এক মৃত্যুসহ আহত ১২
১১ পরিবর্তন নিয়েও জয় ইতালির
করোনায় আরও একজনের মৃত্যু
X
Fresh