• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

গোপনে পরমাণু বোমা বানানোর চেষ্টা করছে সৌদি আরব, ইরানের প্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক

  ১৮ নভেম্বর ২০২০, ২০:২৪
ছবি সংগৃহীত।

ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে এ অঞ্চলের জন্য হুমকি হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন সৌদি কর্মকর্তারা। ভিত্তিহীন নানা অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সুর মিলিয়ে তারা এমন অভিযোগ করেছে ইরান।

পারমাণবিক অস্ত্র ইস্যু নিয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর হুমকির প্রতিক্রিয়ায় এমন দাবি করেছে দেশটি। খবর ডেইলি মেইলের।

সৌদি আরব যদি পরমাণু বোমা বানানোর পরিকল্পনা করে থাকে কিংবা নিজের গোপন পরমাণু কর্মসূচির ব্যাপারে আইএইএ’কে সহযোগিতা না করার জন্য অজুহাত খুঁজতে থাকে তাহলে এর জন্য তাদের মূল্য পরিশোধ করতে হবে।

ভিয়েনায় জাতিসংঘ দপ্তরে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি এসব কথা বলেছেন।

এক টুইটার বার্তায় তিনি আরও লিখেছেন, বিশ্বজনমতকে ধোঁকা দেয়ার ক্ষেত্রে প্রতারকদের দু’টি গুরুত্বপূর্ণ কৌশল নিজের অপরাধ থেকে অন্যের দৃষ্টিকে দূরে সরিয়ে রাখা এবং ভীতি ছড়িয়ে দেয়া হচ্ছে।

এর আগে জার্মান বার্তা সংস্থা ডিপিএ-কে দেয়া সাক্ষাৎকারে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদিল আল জুবাইর বলেছেন, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা সম্ভব না হলে ওই অস্ত্র নিজেদের কাছে রাখার অধিকার রয়েছে তাদের।

সৌদি আরব খুব স্পষ্ট করে বলেছে নিজেদের জনগণ এবং এই অঞ্চলের সুরক্ষার প্রয়োজনে সবকিছুই তারা করবে। আমরা বিশ্বাস করি ইরানিরা শুধু চাপের মুখেই সাড়া দেয়। একথা বলেছিলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

এম

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওমরাহ যাত্রীদের জন্য নতুন নির্দেশনা সৌদির
বাংলাদেশের জ্বালানি খাতে ১৪০ কোটি ডলার বিনিয়োগ সৌদির
সৌদি আরবে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
সিরিয়ায় বিমান হামলায় ইরানের কমান্ডারসহ নিহত ১৩
X
Fresh