logo
  • ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০, ১২ অগ্রহায়ণ ১৪২৭

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ নভেম্বর ২০২০, ১৯:৩৫
আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ১৯:৪৮

২০৩০ সাল থেকে পেট্রোল চালিত গাড়ি ক্রয়ে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

২০৩০ সালের মধ্যে নতুন পেট্রোল ও ডিজেল চালিত গাড়ি ক্রয়ের উপর নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে যুক্তরাজ্য। সবুজ শিল্প বিপ্লবের অংশ হিসেবে আড়াই লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশে এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে দেশটি। খবর দ্যা মিররের।

গত মঙ্গলবার ফাইন্যান্সিয়াল টাইমসে লেখা নিবন্ধে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ২০৫০ সালের মধ্যে ব্রিটেনে কার্বন নিঃসরণ শূণ্যের কোঠায় নামিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ তিনি। যুক্তরাজ্যের বিভিন্ন বাসা-বাড়ি ও রাস্তাঘাটে বৈদ্যুতিক প্লান্ট স্থাপনে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার বরাদ্দের ঘোষণাও দেন তিনি। 

এর আগে ২০২৮ সালের মধ্যে ৬ লাখ বাড়িতে হিট পাম্প স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন বরিস জনসনের সরকার। । 

বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭–এর সদস্যদের মধ্যে যুক্তরাজ্য প্রথম দেশ হিসেবে গত বছর ২০৫০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাসের নির্গমন শূন্যের কোঠায় নামানোর জন্য আইন পাস করে। এতে যুক্তরাজ্যবাসীর ভ্রমণ, শক্তিব্যয় ও খাবারে ব্যাপক পরিবর্তন আনার প্রয়োজন পড়বে।

 

এমএস 
 

RTVPLUS