• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আজারবাইজানে সেনা মোতায়েন করবে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ নভেম্বর ২০২০, ১৭:৩৬
তুরস্কের সেনাবাহিনী


আজারবাইজানে সেনা মোতায়েনের অনুমতি দিয়েছে তুরস্কের সংসদ। মঙ্গলবার দেশটির সংসদে এ বিষয়টি উত্থাপন করা হলে সর্বাধিক ভোটে পাস হয়।

তুরস্কের সংবাদমাধ্যম আনাদলু জানিয়েছে, ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি এবং প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি আজারাবাইজানে সেনা মোতায়েনের প্রস্তাবের পক্ষে ভোট দেয়।

আরেক বিরোধী দল পিপলস ডেমোক্র্যাট পার্টি কারাবাখে তুর্কি সেনা মোতায়েনের বিরোধীতা করে।

এদিকে, গত ১০ নভেম্বর রাশিয়ার সঙ্গে আজারবাইজান ও আর্মেনিয়া যুদ্ধবিরতি চুক্তি করে। চুক্তি অনুযায়ী রাশিয়ার ১৯৬০ সেনাসদস্য কারাবাখে দায়িত্ব পালন করবে। তুরস্কের নেতারা যুদ্ধবিরতি চুক্তিকে আজারবাইজানের বড় জয় উল্লেখ করে স্বাগত জানিয়েছে।

এর আগে কারাবাখ শান্তি চুক্তি অনুযায়ী সেনাবাহিনীর পর্যবেক্ষণের জন্য তুরস্ক ও রাশিয়ার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এমএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জার্মানির চ্যান্সেলর ও আজারবাইজান প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
মাইনাস ১ ডিগ্রি তাপমাত্রায় সুস্মিতার কাণ্ড (ভিডিও)
X
Fresh