• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

‘ইরান পরমাণু শক্তিধর হলে আমরাও তাই করবো’

আরটিভি নিউজ

  ১৭ নভেম্বর ২০২০, ২১:৪১

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদিল আল জুবাইর বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা সম্ভব না হলে, তা অর্জন করার অধিকার আমাদেরও রয়েছে।

সম্প্রতি জার্মানভিত্তিক বার্তা সংস্থা ডিপিএ-কে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, আমাদের জনগণ এবং এ অঞ্চলের সুরক্ষার প্রয়োজনে সবকিছুই করার হবে। আমরা বিশ্বাস করি ইরানিরা শুধু চাপের মুখেই সাড়া দেয়। ইরান যদি পারমাণবিক বোমা তৈরি করে তাহলে এই অঞ্চলের অন্যান্য দেশ তা অনুসরণ করবে।

২০১৫ সালের জুনে ভিয়েনায় স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে গেলেও পরমাণু অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দেয় তেহরান। সে সময় আন্তর্জাতিক ছয় জাতির সাথে চুক্তি করে ইরান। যদিও পরবর্তীতে এই চুক্তিকে ‘ক্ষয়িষ্ণু ও পচনশীল’ আখ্যা দিয়ে ২০১৮ সালের মে মাসে তা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারে করে নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকেই মার্কিন প্রশাসন ইরানের ওপর একের পর এক বিভিন্ন রকম নিষেধজ্ঞা দিয়ে আসছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের প্রভাব থাকলে মৃত্যু হতে পারে ইউরোপের: ম্যাক্রোঁ
‘অন্য দেশের দৃষ্টি দিয়ে বাংলাদেশের সম্পর্ককে দেখে না যুক্তরাষ্ট্র’
মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র : পররাষ্ট্র মন্ত্রণালয়
টিকটক নিষিদ্ধে বিল পাস যুক্তরাষ্ট্রের
X
Fresh