• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ডিসেম্বরে আমিরাত যাবেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ নভেম্বর ২০২০, ১৬:৪৮
Netanyahu to visit UAE in December
সংগৃহীত

আগামী মাসে সংযুক্ত আরব আমিরাত সফর করবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর এটাই হবে নেতানিয়াহুর প্রথম আনুষ্ঠানিক সফর।

ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের আনুষ্ঠানিক আমন্ত্রণে আমিরাত সফর করবেন নেতানিয়াহু।

এর আগে গত মাসে ইসরায়েলি একটি নিউজ পোর্টাল জানায়, মন্ত্রিসভার সদস্যদের আমিরাত সফরে যাওয়া রুখে দিয়েছিলেন নেতানিয়াহু। কারণ মন্ত্রিসভার সদস্য হিসেবে নেতানিয়াহুই প্রথম আমিরাত সফর করতে চান।

নাম প্রকাশে অনিচ্ছুক তিনজন কর্মকর্তার বরাত দিয়ে এমন খবর প্রকাশ করে হিব্রু ওয়াল্লা নামের ওই ওয়েবসাইট। তারা জানিয়েছে, বেশ কয়েকজন ইসরায়েলি মন্ত্রী নেতানিয়াহুর অফিসের সঙ্গে যোগাযোগ করেন। তারা আমিরাতে তাদের কাউন্টারপার্টের সঙ্গে বৈঠকের আগ্রহের কথা জানান।

উভয় দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যে তারা সফর করতে চেয়েছিলেন বলে জানায় হিব্রু ওয়াল্লা। আমিরাত সফরে আগ্রহ প্রকাশকারী মন্ত্রীদের মধ্যে পরিবহনমন্ত্রী মিরি রেজেভও ছিলেন বলে জানায় অনলাইনটি।

তবে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর নেতানিয়াহু নিজেই প্রথম রাজনীতিক হিসেবে আমিরাত সফর করতে চেয়েছিলেন। তাই অন্য মন্ত্রীদের সফরের অনুমোদন দেননি তিনি।

গত ১৫ সেপ্টেম্বর আমিরাত ও ইসরায়েল আনুষ্ঠানিকভাবে সম্পর্ক স্বাভাবিক করে। এরপর ১২ অক্টোবর ফোনালাপ করেন নেতানিয়াহু ও মোহাম্মদ বিন জায়েদ। এসময় তারা একে অপরকে নিজ নিজ দেশ সফরে আমন্ত্রণ জানান।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তি সইয়ের সম্ভাবনা
যুক্তরাষ্ট্র সফরে গেলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান
হাওরে চুরি ৩ বৈদ্যুতিক টান্সফর্মার, ৪ চোর গ্রেপ্তার
বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসবে ভারত
X
Fresh