• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ইরাক ও আফগানিস্তান থেকে আরও সৈন্য কমাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ নভেম্বর ২০২০, ১১:৪০
Trump 'to order further troop withdrawal' from Afghanistan and Iraq
বিবিসি থেকে নেয়া

ইরাক ও আফগানিস্তান থেকে আরও সৈন্য সরিয়ে আনার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দেবেন বলে ধারণা করা হচ্ছে। দেশটির প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যমগুলো।

কর্মকর্তারা বলছেন, আফগানিস্তান থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত সৈন্য সংখ্যা ৫ হাজার থেকে কমিয়ে ২ হাজার ৫০০ জনে নামিয়ে আনা হবে। আর ইরাক থেকে ৫০০ জন সেনা ফেরত আনা হবে। ফলে সেখানে সেনার সংখ্যা দাঁড়াবে ২ হাজার ৫০০ জন।

এর আগে ট্রাম্প বলেছিলেন যে, তিনি বড়দিনের আগে ‘সব’ সৈন্য দেশে ফিরিয়ে আনতে চান।

গত ৩ নভেম্বরের মার্কিন নির্বাচনে সুস্পষ্ট ব্যবধানে জো বাইডেন জয় পেলেও পরাজয় স্বীকার করতে অস্বীকৃতি জানিয়েছেন ট্রাম্প।

গণমাধ্যমগুলো জানিয়েছে, বাইডেন শপথ নেয়া কয়েক দিন আগে ১৫ জানুয়ারি নাগাদ সেনা প্রত্যাহার সংক্রান্ত কার্যক্রম শেষ হবে।

এদিকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের কারণে দলের ভেতরে বিরল সমালোচনার শিকার হয়েছেন ট্রাম্প। রিপাবলিকান দলীয় সিনেটর মিচ ম্যাককোনেল সোমবার সতর্ক করে দিয়ে বলেছেন, জঙ্গিরা এই আইডিয়া ‘ভালোবাসবে’।

দীর্ঘদিন ধরেই ট্রাম্প সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে আসছে। বিভিন্ন দেশের সেনা হস্তক্ষেপ খুব ব্যয়বহুল ও অকার্যকর বলেও সমালোচনা করে আসছেন তিনি।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরাক থেকে সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে রকেট হামলা
দক্ষিণ গাজা থেকে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল
ভালো শুরুর পর ফিরলেন জয়
টাইগারদের আফগানিস্তান সফর স্থগিত
X
Fresh