• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

করোনায় আক্রান্তের সংস্পর্শে এসে আইসোলেশনে ব্রিটিশ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ নভেম্বর ২০২০, ০৯:৩২
The British Prime Minister came in contact with the victim in Corona
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

করোনায় আক্রান্ত এক এমপির সংস্পর্শে আসার পর সেলফ আইসোলেশনে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়। এদিকে জনসন জানিয়েছেন, পরীক্ষার পরও তার দেহে করোনার কোনো লক্ষণ ধরা পড়েনি।

বৃহস্পতিবার অ্যাশফিল্ডের এমপি লি অ্যান্ডারসনের সঙ্গে ৩৫ মিনিট সময় কাটিয়েছেন জনসন। পরবর্তীতে লির দেহে করোনা পজিটিভ ধরা পড়ে।

রোববার রাতে এক টুইট বার্তায় জনসন জানান, ‘আজ রাতে আমি এনএইচএস টেস্ট করিয়েছি। সুতরাং আমাকে অবশ্যই সেলফ আইসোলেশনে থাকতে হবে। কারণ, ইতোমধ্যেই আমি এমন একজনের সংস্পর্শে ছিলাম যার কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে।’

এদিকে, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় আগামী কয়েক সপ্তাহ যুক্তরাজ্যে বিভিন্ন বিধি-নিষেধ জারির কথা জানিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

ব্রিটিশ সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী জনসন এখন ভালো আছেন।

করোনার প্রকোপ শুরুর পরপরই গত মার্চে করোনায় আক্রান্ত হয়ে আইসিউতে চিকিৎসাধীন ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

এমএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সহায়তার প্রতিশ্রুতি দিয়ে শেখ হাসিনাকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিঠি
শেখ হাসিনাকে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীর অভিনন্দন
X
Fresh