• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

যুক্তরাজ্যে করোনায় মৃত্যু ৫০ হাজার ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১২ নভেম্বর ২০২০, ১৮:১১
Corona deaths in the UK exceeded 50,000
সংগৃহীত

ইউরোপের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্যে করোনায় মৃত্যু ৫০ হাজার ছাড়িয়ে গেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৫৯৫ জন মারা গেছে। সবমিলিয়ে যুক্তরাজ্যে এ পর্যন্ত ৫০ হাজার ৩৬৫ জনের মৃত্যু হয়েছে।

যুক্তরাজ্যে বুধবার নতুন করে ২২ হাজার ৯৫০ জন করোনায় আক্রান্ত হয়েছে। দেশটিতে এ পর্যন্ত ১২ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। হাসপাতালে এ পর্যন্ত চিকিৎসা নিয়েছে ১ লাখ ৮৫ হাজারের বেশি মানুষ।

দেশটিতে করোনায় মারা যাওয়াদের মধ্যে অধিকাংশই বৃদ্ধ। প্রতি ১০ জনের মধ্যে ৯ জনের বয়সই ৬৫ বছর বা তার বেশি। আক্রান্ত হওয়ার পর হাসপাতালে চিকিৎসা না নেয়ার কারণেও মৃত্যু বেড়েছে।

যুক্তরাজ্যে ক্রমেই আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ার মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ভ্যাকসিনের আশা থাকা সত্ত্বেও আমরা সঙ্কটের বাইরে নেই।

তিনি বলেন, প্রতিটি মৃত্যুই এক একটি ট্রাজেডি। আমি মনে করি যে আমরা এখন এর সঙ্গে যেমন আচরণ করছি তাতে আমরা একটি ভিন্ন ধাপে পৌঁছেছি।

এদিকে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এরপরই রয়েছে ব্রাজিল, ভারত ও মেক্সিকো। এই তালিকায় ৫ম অবস্থানে রয়েছে যুক্তরাজ্য।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেরিট স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাজ্যে, পাবেন ৫০০০ পাউন্ড
উত্তপ্ত পরিস্থিতিতে ইসরায়েলকে যে পরামর্শ দিল যুক্তরাজ্য
অভিবাসন প্রত্যাশীদের যে দুঃসংবাদ দিল যুক্তরাজ্য
টিকটক ট্রলে দুর্বিষহ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি নারীদের জীবন
X
Fresh