• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ট্রাম্পের সংশোধিত নিষেধাজ্ঞাও স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ মার্চ ২০১৭, ০৯:৫১

৬টি মুসলিম দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশে জারি করা ট্রাম্পের সংশোধিত নিষেধাজ্ঞাও আটকে দিলেন দেশটির একটি আদালত। যদিও বৃহস্পতিবার মধ্যরাত থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবার কথা ছিলো।

হাওয়াই অঙ্গরাজ্যের ফেডারেল বিচারক ডেরিক ওয়াটসন আদেশে ওই নিষেধাজ্ঞা আটকে যায়। স্থানীয় সময় বুধবার রাতে এ নিষেধাজ্ঞা জারি করেন তিনি।

এ ব্যাপারে বিচারক ওয়াটসন বলেন, জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তা ‘প্রশ্নবিদ্ধ’।

অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর প্রতিক্রিয়ায় বলেন, বিচারকের এমন আদেশ 'বিচার বিভাগের' অভিনব কৌশল'।

গেলো ২৭ জানুয়ারি ৭টি মুসলিম দেশের নাগরিকদের আমেরিকা প্রেবেশে নিষেধাজ্ঞা জারি করে নির্বাহী আদেন দেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

পরে সিয়াটলের একজন বিচারক ট্রাম্পের ওই নিষেধাজ্ঞা স্থগিতের আদেশ দেন। ট্রাম্প প্রশাসন ওই আদেশের বিরুদ্ধে আপিল করলেও সান-ফ্রান্সিসকোভিত্তিক তিন বিচারকের প্যানেল তা খারিজ করেন।

এরপরে স্থগিত হওয়া নিষেধাজ্ঞা সংশোধন করে ডোনাল্ড ট্রাম্প নতুন নির্বাহী আদেশ দেন।


এফএস/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh