• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বিশ্বের দীর্ঘ সময় প্রধানমন্ত্রী থাকা বাহরাইনের প্রিন্স খলিফা মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১১ নভেম্বর ২০২০, ১৪:২২
Bahrain’s Prime Minister Prince Khalifa dies
সংগৃহীত

বাহরাইনের প্রধানমন্ত্রী প্রিন্স খলিফা বিন সালমান আল-খলিফা মারা গেছেন। বুধবার দেশটির রয়েল প্যালেস থেকে করা এক টুইটে এ তথ্য জানানো হয়েছে।

বাহরাইন নিউজ এজেন্সি (বিএনএ) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন প্রিন্স খলিফা। তবে কোন রোগের জন্য তার চিকিৎসা চলছিল সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।

বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী থাকার রেকর্ড দখলে রয়েছে প্রিন্স খলিফার। দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে তিনি বাহরাইনের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন। বুধবার মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

বিএনএ জানিয়েছে, তার মৃতদেহ দেশে আনা হলে দাফনের কাজ শুরু হবে। তবে করোনাভাইরাসের বিস্তার রোধে নির্দিষ্ট সংখ্যক আত্মীয় জানাজায় অংশ নিতে পারবে।

সংবাদ সংস্থাটি আরও জানিয়েছে, বাহরাইনের বাদশাহ এক সপ্তাহব্যাপী শোক ঘোষণা করেছেন। এছাড়া বৃহস্পতিবার থেকে তিনদিন পর্যন্ত বন্ধ থাকবে সব সরকারি কাজকর্ম।

উল্লেখ্য, ১৯৩৫ সালের ২৪ নভেম্বর জন্মগ্রহণ করেন প্রিন্স খলিফা। বাহরাইনের স্বাধীনতার এক বছর আগে ১৯৭০ সালের ১৯ জানুয়ারি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন তিনি।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চরফ্যাশনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
জানাজা শেষে ফেরার পথে সড়কে মা-ছেলের মৃত্যু 
ব্যবসায়ী নেতার মৃত্যুতে আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম বন্ধ
ঈদযাত্রায় বেশি মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায়
X
Fresh