• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ইসরায়েলকে ধ্বংস করতে সক্ষম মিসাইলের ছবি প্রকাশ ইরানের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ নভেম্বর ২০২০, ১২:২৮
Iranian killer missiles may destroy Israel
সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ক্ষমতা পরিবর্তনের পর ইরান তাদের ভূগর্ভস্থ মিসাইল টানেলের ছবি প্রকাশ করেছে। ইরানের তৈরি এসব মিসাইল নিখুঁতভাবে ইসরায়েলে আঘাত হানতে সক্ষম বলে ধারণা করা হয়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চোখকে ফাঁকি দিতে মাটির নিচে এই মিসাইল ঘাঁটি বানিয়েছে ইরান। তবে কয়েকদিন আগে এই ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটির ফুটেজ প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।

কয়েক মাস আগে ইরানে একটি মিসাইল সিটি তৈরির ঘোষণা দিয়েছিল। তবে গত সপ্তাহে ইরান জানায়, তারা ভূগর্ভস্থ পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ শুরু করেছে। ইসরায়েলের বোমা হামলায় কয়েক মাস আগে ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপরই ভূগর্ভে পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কথা জানায় ইরান। এজন্য গালফ উপসাগর ও ওমান উপসাগরের উপকূলে ভূগর্ভস্থ একটি মিসাইল সিটি তৈরি করেছে ইরান।

ইরান বলছে, এসব মিসাইল শত্রুদের ভিত নাড়িয়ে দেবে।

এদিকে মিসাইল ব্যবস্থার উদ্বোধনী অনুষ্ঠানের ইরানের বিপ্লবী গার্ডের কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি যোগ দিয়েছেন। তিনি বলেন, এসব মিসাইল আমাদের শত্রুদের ভীত করে তুলবে। এছাড়া এসব মিসাইলের কারণে তেহরান তাদের শক্তি প্রদর্শনও করতে পারবে।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র থেকে আরও ১৩০ কোটি ডলারের অস্ত্র কিনছে ইসরায়েল
গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল
কেন ইরানের ইস্পাহানকেই টার্গেট করল ইসরায়েল 
ইইউর নিষেধাজ্ঞার কবলে ইসরায়েলি চার ব্যক্তি ও দুই সংস্থা
X
Fresh