• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জম্মু-কাশ্মীর সীমান্তে ৪ ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৮ নভেম্বর ২০২০, ১৮:৩৮
Army personnel patrolling the border
সীমান্তে টহলরত সেনাসদস্যরা

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলা সীমান্তে সন্ত্রাসী হামলায় এক আর্মি অফিসারসহ তিন বিএসএফ সেনা নিহত হয়েছেন। এছাড়া নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় তিন সন্ত্রাসী নিহত হয়েছে।

আজ রোববার কুপওয়ারা জেলার মাচিল সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

এনডিটিভির খবরে বলা হয়, সন্ত্রাসীরা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে তাদের সঙ্গে প্রথমে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংঘর্ষ বেধে যায়। এক পর্যায়ে তা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সন্ত্রাসীদের হামলায় ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তাসহ বিএসএফের তিন সেনা নিহত হয়।

এসময় আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে তিন সন্ত্রাসী নিহত হন।

ভারতীয় নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা বলেন, রোববার রাতে উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার মাচিল সেক্টরের কাছে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করে একদল সন্ত্রাসী। আইন-শৃঙ্খল বাহিনীর তৎপরতায় সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়েছে।

এছাড়া অনুপ্রবেশের চেষ্টাকারীদের সঙ্গে সংঘর্ষে আরও দুই জওয়ান আহত হন। ওই এলাকায় এখনও অভিযান চলমান বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা।

এমকে/জিএ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতকে হুঁশিয়ারি পাকিস্তান সেনাপ্রধানের
X
Fresh