• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

অ্যারিজোনায় নাটকীয়ভাবে ব্যবধান কমাচ্ছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৭ নভেম্বর ২০২০, ১১:২৯
Trump-Biden's gap in Arizona is narrowing dramatically
সংগৃহীত

অ্যারিজোনায় ভোট গণনায় নাটকীয় মোড় নিয়েছে। রাজ্যটিতে এখনও পর্যন্ত প্রায় ৩০ হাজার ভোটে এগিয়ে রয়েছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। তবে ডোনাল্ড ট্রাম্প ধীরে ধীরে ব্যবধান কমাচ্ছেন।

রাজ্যটির সেক্রেটারি অব স্টেটের দেয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৯৫ শতাংশের বেশি ব্যালট গণনা শেষ হয়েছে। বাকি আছে আরও ১ লাখ ৭৩ হাজার ব্যালট। এসব ব্যালটের মধ্যে প্রায় ৯২ হাজার অ্যারিজোনার বৃহত্তম অঞ্চল ম্যারিকোপা কাউন্টিতে।

অ্যারিজোনার গ্রামাঞ্চলে ট্রাম্প বেশি ভোট পেলেও শহরাঞ্চলের অধিকাংশ ভোট পেয়েছেন বাইডেন। সব ভোট গণনার দাবি জানিয়ে ট্রাম্পের সমর্থকরা ভোট কেন্দ্রের আশেপাশে জড়ো হচ্ছেন। অ্যারিজোনায় জয়ী হলে রাজ্যের ১১টি ইলেকটোরাল কলেজ ভোট পাবেন বাইডেন এবং প্রেসিডেন্ট হতে প্রয়োজনীয় ২৭০টি ভোটের আরও কাছাকাছি পৌঁছাবেন।

এদিকে গতরাতে এই ব্যাটলগ্রাউন্ড অঙ্গরাজ্যে ট্রাম্পের তুলনায় ৪৭ হাজার ভোটে এগিয়ে ছিলেন বাইডেন। তবে সেটা কিছুটা কমে ভোটের ব্যবধান ৪৩ হাজার ৫৭০ হওয়ার পর এখন ব্যবধান ৩০ হাজার ভোটের।

অন্যদিকে অ্যারিজোনার ফিনিক্স শহরে যখন ভোট গণনা চলছে তখন ম্যারিকোপা কাউন্টির নির্বাচন বিভাগের সামনে বিক্ষোভ করে ট্রাম্প সমর্থকরা। তাদের উদ্দেশে ভাষণ দেয়ার জন্য হাজির হন উগ্র ডানপন্থী রেডিও শো-র হোস্ট অ্যালেক্স জোন্স।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কমছে পেঁয়াজের দাম, নেমেছে অর্ধেকে
সাজা কমছে সড়ক পরিবহন আইনে, বাড়ছে জামিনের সুযোগও
চাপে আছে মার্কিন ডলার, কমছে মান 
ফের ভোটের লড়াইয়ে উপস্থিত ট্রাম্প ও বাইডেন!
X
Fresh