• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নেভাদায় ‘তিন হাজার কারচুপির’ অভিযোগ ট্রাম্প শিবিরের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ নভেম্বর ২০২০, ১১:০০
Nevada Republicans report '3,062 instances of fraud'
সংগৃহীত

নেভাদায় ‘নির্বাচন কারচুপির অন্তত ৩,০৬২টি ঘটনা’ তুলে ধরেছে রিপাবলিকান পার্টি। এই অভিযোগ তুলে মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারের কাছে একটি সুপারিশ পাঠিয়েছে তারা।

পার্টির পক্ষ থেকে অভিযোগের বিষয়ে টুইট করা হয়। সেখানে বলা হয়, রাজ্য থেকে অন্যত্র চলে যাওয়ার পর যারা ভোট দিয়েছেন, তারা কারচুপির সঙ্গে জড়িত।

নেভাদায় এখনও ভোট গণনা চলছে। সবশেষ ফলাফল অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে মাত্র ১১,৪০০ ভোটে এগিয়ে রয়েছেন জো বাইডেন। ওই রাজ্যের ৮৯% ব্যালট এখন পর্যন্ত গণনা শেষ হয়েছে।

মার্কিন নির্বাচনে চূড়ান্ত জয়ী কে হয়েছেন তা এখনও ঘোষণা করা হয়নি। তবে বেশ কয়েকটি রাজ্যে খুব হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। এসব রাজ্যে জয় পরাজয়ই চূড়ান্ত বিজয়ী নির্ধারিত করে দিতে পারে।

নেভাদা ছাড়াও অ্যারিজোনায় এগিয়ে রয়েছেন বাইডেন। এছাড়া জর্জিয়া ও পেনসিলভেনিয়াতে ট্রাম্পের চেয়ে পিছিয়ে থাকলেও ব্যবধান কমিয়ে আনছেন বাইডেন।

এদিকে এ পর্যন্ত ২৬৪ ইলেকটোরাল ভোট পেয়ে এগিয়ে রয়েছেন বাইডেন। আর ট্রাম্প পেয়েছেন ২১৪টি। এমতাবস্থায় চারটি গুরুত্বপূর্ণ রাজ্যের দুটিতে জয় পেলেই ম্যাজিক ফিগারে পৌঁছে যাবেন বাইডেন।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh