• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মার্কিন নির্বাচনে সবার চোখ যেসব রাজ্যের দিকে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৪ নভেম্বর ২০২০, ০৯:২১
Joe Biden, Donald Trump
ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অধিকাংশ রাজ্যে ইতোমধ্যে ভোটগ্রহণ শেষ হয়েছে। কিছু কিছু রাজ্যে এখনও ভোটগ্রহণ চলছে। যেসব রাজ্যে ভোটগ্রহণ শেষ হয়েছে, সেখান থেকে প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের রাজ্যগুলো থেকেও ফলাফলের আভাস আসতে শুরু করেছে। হোয়াইট হাউজে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের রাজ্যগুলোর অনেকগুলো অঙ্গরাজ্যের ভোট গুরুত্বপূর্ণ। খবর বিবিসির।

ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনে জিততে হলে ফ্লোরিডা ও জর্জিয়ায় জিততেই হবে। ফ্লোরিডায় ইলেকটোরাল কলেজের ভোট রয়েছে ২৯টি ও জর্জিয়ায় আছে ১৬টি। এই দুটি রাজ্যে জয় পাওয়াটা জো বাইডেনের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্লোরিডা থেকে এখন পর্যন্ত ‘মিশ্র’ ফলাফল পাওয়া যাচ্ছে।

বাইডেন যদি এই দুটি রাজ্যের অন্তত একটিতে জিততে পারেন, তাহলে বেশ আগেভাগেই তার প্রেসিডেন্ট হওয়া নিশ্চিত হতে পারে।

অন্যদিকে যদি ট্রাম্প এই দুটি রাজ্যে জয় পান, তাহলে পর্যবেক্ষকদের নজর ঘুরে যাবে যুক্তরাষ্ট্রের উত্তর, নর্থ ক্যারোলাইনা এবং মধ্য-পশ্চিমের শিল্পকারখানা-সমৃদ্ধ রাজ্যগুলোর দিকে।

জিএ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাম পেল বাইডেন-জয়ার তিন কন্যা
প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নিকি হ্যালি
পাকিস্তানের নবগঠিত সরকারকে স্বীকৃতি না দিতে বাইডেনকে চিঠি
বাইডেনের চিঠির জবাব দিয়েছেন শেখ হাসিনা
X
Fresh