• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

ফ্রান্সের বিমান হামলায় মালিতে ৫০ জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ নভেম্বর ২০২০, ১৪:০১
50 Al Qaeda terrorists killed in France airstrike in Mali
সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে আল কায়দা সংশ্লিষ্ট ঘাঁটিতে ফ্রান্সের বিমান হামলায় অন্তত ৫০ জন জঙ্গি নিহত হয়েছে। ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি এ কথা জানিয়েছেন।

পার্লি বলেন, বুরকিনা ফাসো এবং নাইজেরিয়ার সীমান্ত এলাকায় শুক্রবার অভিযান চালায় ফ্রান্সের সেনাবাহিনী। ওই এলাকায় নজরদারি চালাচ্ছিল ফরাসি বাহিনীর ড্রোন। তখনই মধ্য মালিতে আল-কায়েদা সংশ্লিষ্ট আনারুল ইসলাম গোষ্ঠীর জঙ্গিদের একটা বিশাল কনভয় নজরে আসে তাদের।

ফরাসি প্রতিরক্ষামন্ত্রী আরও বলেছেন, তাদের ড্রোন দেখার পর গোপন আস্তানায় আশ্রয় নেয় জঙ্গিরা। পরে বিমানবাহিনী ওই আস্তানা চিহ্নিত করে হামলা চালায়। বেশির ভাগ জঙ্গিরই মৃত্যু হয়েছে। চার জঙ্গি জীবিত ধরা পড়েছে। এছাড়া উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র ও বিস্ফোরক।

ফ্রান্সের সেনাবাহিনী মুখপাত্র কর্নেল ফ্রেডরিক বারব্রি বলেছেন, এবার তাদের লক্ষ্য গ্রেটার সাহারায় ইসালমিক স্টেট জঙ্গি। ৩ হাজার সেনা ইতোমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছে।

গত জুনেই মালিতে বড়সড় সাফল্য পেয়েছিল ফরাসি সেনাবাহিনী। আল-কায়দার শীর্ষ নেতা আবদেলমালেক দ্রুকদেল ফরাসি সেনাবাহিনীর হামলায় নিহত হয়। তারপর ওই অঞ্চলে দায়িত্ব পায় ইয়াদ আঘ ঘালি। তবে শুক্রবারের হামলায় ঘালি নিহত হয়েছে কিনা, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি পার্লি।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাড়ি মালিকদের জন্য সুখবর
মুক্তির পর যে কারণে জাহাজ এমভি আবদুল্লাহকে ঘেরা হলো কাঁটাতারে
সুইপারকে বাঁচাতে সেপটিক ট্যাংকে নেমে বাড়ির মালিকেরও মৃত্যু
কবে কিভাবে দেশে ফিরবেন নাবিকরা
X
Fresh