• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

নিউ হ্যাম্পশায়ারে এক কেন্দ্রে বাইডেন ও আরেক কেন্দ্রে ট্রাম্পের জয়

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ নভেম্বর ২০২০, ১৩:০০
New Hampshire has the first vote in the US election
সংগৃহীত

যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত সংলগ্ন নিউ হ্যাম্পশায়ার রাজ্যের ছোট শহর ডিক্সভিল নচে প্রথম ভোট পড়েছে। আর সেখানে সবগুলো ভোট পেয়ে জয়ী হয়েছেন বাইডেন। রীতি অনুযায়ী মধ্যরাতের পরপরই সেখানে ভোট দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের নির্ধারিত দিনের সূচনা হয়।

রয়টার্স জানিয়েছে, ৩ নভেম্বর প্রথম প্রহরে হেমলেট এলাকার বালসামস হোটেলের হেল হাউসে ডিক্সভিল নচের ভোটাররা তাদের রায় জানান। সেখানকার ফলাফলও তাৎক্ষণিকভাবে ঘোষিত হয়েছে। এ কেন্দ্রে ভোট পড়েছে ৫টি। সবগুলো ভোটই পেয়েছেন বাইডেন।

ভোটের দিন মধ্যরাতে কেন্দ্র খোলার পরপরই ভোটাররা বালসামস হোটেলে ভোট দেন। সবার ভোট দেয়া শেষে ব্যালট গণনা করে ফলাফল জানিয়ে দেয়া হয়। তবে এ কেন্দ্রের ফলাফলের সঙ্গে সবচেয়ে বেশি ইলেকটোরাল ভোট বা কে পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন, সেটির আভাস পাওয়া যায় না।

এদিকে ডিক্সভিল নচের পার্শ্ববর্তী মিলসফিল্ডেও দিনের প্রথম প্রহরে ভোট হয়েছে। সেখানে অবশ্য বাইডেনকে ১৬-৫ ভোটে হারিয়েছেন ট্রাম্প। তবে করোনাভাইরাসের সংক্রমণের ভয়ে এই ঐতিহ্য ধরে রাখতে পারেনি হার্টস লোকেশন। সেখানকার ৪৮ জন ভোটারকে দিনেরবেলায় ভোট দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালের নির্বাচনে নিউ হ্যাম্পশায়ারে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সামান্য ব্যবধানে হিলারি ক্লিনটনের কাছে পরাজিত হয়েছিলেন ট্রাম্প। তবে অন্য রাজ্যগুলোর ভোট পেয়ে শেষপর্যন্ত প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বাবার সঙ্গে প্রথম ভোট দিলেন অর্ক’
বিএনপির সঙ্গে মার্কিন নির্বাচনী পর্যবেক্ষক দলের বৈঠক
X
Fresh