• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

যুক্তরাষ্ট্রে তুষারঝড়, জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ মার্চ ২০১৭, ১১:২২

তুষারঝড় এবং বৈরী আবহাওয়ার কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক এবং নিউজার্সি অঙ্গরাজ্যে।

এছাড়া পেনসিলভেনিয়া, নিউজার্সি, নিউইয়র্ক এবং কানেকটিকাটে সতর্কতা জারি করা হয়েছে।

সোমবার থেকে এ তুষারঝড় শুরু হয়। সব স্কুল-কলেজ বন্ধ করে দেয়া হয়েছে। সে সঙ্গে বাতিল করা হয়েছে সাড়ে ছ’হাজার ফ্লাইট।

নিউইয়র্কের বিভিন্ন এলাকার রাস্তায় গড়ে ১২ থেকে ২৪ ইঞ্চি পরিমাণ বরফ জমে গেছে। বাড়িঘর ঢাকা পড়েছে বরফের আচ্ছাদনে।

বিমান বন্দরগুলোতে আটকা পড়েছেন হাজার হাজার পর্যটক।

খারাপ আবহাওয়ার কারণে জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ বাতিল করা হয়েছে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঝড়ের কারণে ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে বাতাস বইছে। রাস্তায় ঘন্টায় ১-৩ ইঞ্চি পর্যন্ত বরফ জমে যাচ্ছে।

কোথাও এর মাত্রা ৪ ইঞ্চিও হয়ে যাচ্ছে। বুধবার সকাল পর্যন্ত এ অবস্থা বজায় থাকতে পারে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটবার্তায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।



এফএস/আরকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh