• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

লকডাউনের আগে প্যারিস ছাড়ার হিড়িক, ৭০০ কিলোমিটার জ্যাম

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ৩১ অক্টোবর ২০২০, ১৯:৫৭
Hirik to leave Paris before the lockdown, 600 km jam
লকডাউনের আগে প্যারিস ছাড়ার হিড়িক

করোনা সংক্রমণ পরিস্থিতি প্রায় নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া দ্বিতীয় দফায় লকডাউন শুরু হয়েছে ফ্রান্সে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো ঘোষিত এই লকডাউন কার্যকর হয় গত শুক্রবার থেকে। তার আগেই রাজধানী প্যারিস ছেড়ে অন্য জায়গায় চলে যায় অনেক বাসিন্দা। আর তাতেই রাস্তায় তৈরি হয়ে লম্বা জ্যাম। ভারতীয় পত্রিকা দ্য হিন্দুস্থান টাইমস জানিয়েছে, প্যারিস শহর ছেড়ে বের হতে জ্যামের দৈর্ঘ্য গিয়ে দাঁড়ায় ৭০০ কিলোমিটার।

লকডাউন চলবে আগামী ১ ডিসেম্বর পর্যন্ত।

বৃহস্পতিবার প্যারিসের একাধিক জায়গায় ছিল সাপ্তাহিক ছুটির চেহারা। অনেকে বেরিয়ে পড়ের বাইরে বের হওয়ার অনুমতি জোগাড় করতে। পাশাপাশি মুদি ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানের সামনে ছিল ব্যাপক ভিড়। দেশটির সরকার তাদের নাগরিকদের বাড়ির বাইরে না যেতে কড়া নির্দেশনা জারি করেছে। প্রয়োজনীয় কাজে সর্বোচ্চ এক ঘণ্টার জন্য বাইরে যাওয়া যাবে। তবে বাড়ি থেকে ১ কিলোমিটার দূরে যাওয়া যাবে না।

এমএস/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের ইফতার মাহফিল অনুষ্ঠিত
কঠিন গ্রুপে আর্জেন্টিনা, সহজ গ্রুপে ফ্রান্স
ফ্রান্সে গুগলের ২৫০ মিলিয়ন ইউরো জরিমানা
ফ্রান্সের উদ্দেশ্যে স্পিকারের ঢাকা ত্যাগ
X
Fresh