• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

সৌদিতে চীনের করোনা টিকা পরীক্ষা সফল, চলছে প্রয়োগের প্রস্তুতি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ৩১ অক্টোবর ২০২০, ১৬:৩৫

সৌদি আরবে চীনের করোনা টিকার পরীক্ষা সফল হয়েছে। সম্প্রতি দেশটিতে চীনা কোম্পানী সিনোভ্যাকের করোনা টিকার তৃতীয় ধাপের পরীক্ষা শেষ হয়। বর্তমানে সেটি সেখানকার নাগরিকদের মাঝে প্রয়োগের প্রস্তুতি চলছে। তবে সৌদি আরবের খাদ্য এবং ওষুধ কর্তৃপক্ষের অনুমতি না পাওয়া পর্যন্ত টিকার প্রয়োগ ঝুলে থাকতে পারে। খবর আরব নিউজের।

পত্রিকার প্রতিবেদনে বলা হয়, কিং আবদুল্লাহ সেন্টারের ন্যাশনাল গার্ডের ওপর পরীক্ষা করা টিকাটির তৃতীয় ধাপ সম্পন্ন হয়েছে। এ পরীক্ষায় স্বেচ্ছাসেবীদের কোনো স্বাস্থ্যজটিলতা, অ্যালার্জি বা মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। এতে যাঁরা টিকা পেয়েছিলেন, তাঁদের কেবল হালকা জ্বর বা মৃদু মাইগ্রেনের সমস্যা দেখা দেয়।

তবে রিয়াদের বায়োমোলিকিউলস অ্যান্ড সাইটোজেনেটিকস বিভাগের প্রধান আরেফ আল-আমরি বলেছেন, কোনো ভাইরাসের টিকা দেওয়ার পর মৃদু পার্শ্বপ্রতিক্রিয়া স্বাভাবিক।

কিং আব্দুল্লাহ ইন্টারন্যাশনাল মেডিকেল রিসার্স সেন্টার চায়না সিনোভ্যাকের সাথে চুক্তি সম্পন্ন করেছে। এ চুক্তির আওতায় প্রথম দফায় সাত হাজার স্বাস্থ্যকর্মীকে করোনা টিকা দেয়া হবে।

সবশেষ শুক্রবার করোনায় সৌদিতে ২০ জনের প্রাণহানি হয়েছে। আর নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৯৮ জনের।


এমএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনা টিকায় স্নায়ুতে দেখা দিতে পারে জটিল পার্শ্বপ্রতিক্রিয়া!
X
Fresh