• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

করোনা ঠেকাতে দ্বিতীয় দফা লকডাউন পাগলামি : ব্রাজিলের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ অক্টোবর ২০২০, ১৮:০৯

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ফ্রান্স, জার্মানি ও ইতালিসহ বিশ্বের অনেক দেশেই আবারও শুরু হয়েছে লকাডাউন। তবে বৃহস্পতিবার দ্বিতীয় দফায় লকডাউনকে ’’পাগলামি ’’হিসেবে আখ্যা দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বোলসোনারো। খবর রয়টার্সের।

ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বোলসোনারো করোনা মহামারির শুরু থেকেই লকডাউনের বিরুদ্ধে কথা বলে আসছেন। মহামারি ঠেকাতে ঘরবন্দী করে রাখার পদক্ষেপের দীর্ঘদিন ধরেই সমালোচনা করে আসছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুসারী হিসেবে বহুল পরিচিত তিনি।

জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্যমতে, করোনা ভাইরাসে যে দেশগুলো সবচেয়ে বেশি ভুগছে, তাদের মধ্যে অন্যতম ব্রাজিল। লাতিন আমেরিকার সবচেয়ে বড় এ দেশটিতে এখন পর্যন্ত করোনায় ১ লাখ ৫৮ হাজার ৪৫৬ মানুষের মৃত্যু হয়েছে। সংক্রমণের দিক দিয়ে আমেরিকা ও ভারতের পরই ব্রাজিলের অবস্থান। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৫৪ লাখ ৬৮ হাজার ২৭০।


এমএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টায় ৪২ জনের করোনা শনাক্ত
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৪ জনের করোনা শনাক্ত
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
X
Fresh