• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সৌদিতে ফরাসি কনস্যুলেটের প্রহরীকে ছুরিকাঘাত

আন্তর্জাতিক ডেস্ক

  ২৯ অক্টোবর ২০২০, ২০:৪৪
French consulate,
ফরাসি কনস্যুলেট।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সৌদি আরবের জেদ্দা শহরে ফরাসি কনস্যুলেটের প্রহরীকে ছুরিকাঘাত করা হয়েছে।

জেদ্দা কনস্যুলেটের প্রহরীকে ছুরিকাঘাত করেছে এক ব্যক্তি। আহত প্রহরীকে হাসপাতালে নেওয়া হয়েছে। এমনটাই জানায় সৌদি আরবে অবস্থিত ফরাসি দূতাবাস।

এক বিবৃতিতে দূতাবাস আরও বলেছে, ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক নয়। ফরাসি দূতাবাস এই হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছে। কোনও কূটনৈতিক স্থাপনায় কোনও ধরনের হামলার ন্যায্যতা নেই।

এদিকে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, হামলাকারী ব্যক্তি সৌদি নাগরিক। তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আজই ফ্রান্সের নিস শহরের এক গির্জায় ছুরি দিয়ে তিন ব্যক্তিকে হত্যা করে এক ব্যক্তি। নিস শহরের মেয়র ওই হামলাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছেন।

সম্প্রতি ফ্রান্সে এক শিক্ষককে হত্যা করে এক উগ্রবাদী। পরবর্তীতে পুরো বিশ্বের মুসলমান এমনকি বিশ্বনবী হজরত মুহাম্মাদ (সা.)-কে অবমাননা করে বক্তব্য রাখেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন।

এম

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh