• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ফেসবুক ছাড়লেন বিজেপি নিয়ে বিতর্কে জড়ানো আঁখি দাস

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৮ অক্টোবর ২০২০, ১৪:২৯
Top Facebook India Executive Ankhi Das quits company
সংগৃহীত

পদত্যাগ করলেন ফেসবুকের ভারতীয় শাখার নীতি নির্ধারণ বিভাগের প্রধান আঁখি দাস। ফেসবুকে বিজেপির সমর্থনে প্রচার করা ও বিদ্বেষ ছড়ানো কনটেন্ট ব্লক করার ক্ষেত্রে তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ ছিল। বিতর্কের জেরেই শেষ পর্যন্ত মঙ্গলবার সরে দাঁড়ালেন আঁখি।

ভারতে ফেসবুকের প্রধান অজিত মোহন জানিয়েছেন, আগামী দিনে জনসেবায় সময় দিতেই মার্কিন এই সোশ্যাল মিডিয়া কোম্পানি উঁচু পদ থেকে সরে দাঁড়াচ্ছেন আঁখি। এর ফলে আঁখি রাজনীতিতে যোগ দিচ্ছেন কিনা সেই প্রশ্ন দেখা দিয়েছে।

সম্প্রতি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতাদের ঘৃণামূলক বক্তব্যকে উপেক্ষা করার অভিযোগ ওঠে ফেসবুকের বিরুদ্ধে। এ ঘটনায় আঁখির ভূমিকা আছে বলে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, ভারতে ফেসবুকের একজন শীর্ষ নির্বাহী কর্মকর্তা বিজেপি নেতাদের বিদ্বেষপূর্ণ ঘৃণামূলক মন্তব্য মুছতে অস্বীকার করেন। ফেসবুকের ব্যবসায়িক স্বার্থ নষ্ট হবে বিবেচনায় এসব পোস্টের পক্ষে অবস্থান নেন তিনি। তিনি ফেসবুকের ভারতের পাবলিক পলিসি এক্সিকিউটিভ হিসেবে কাজ করেন।

তবে রাজনৈতিক পক্ষপাত ছাড়াও নিয়ম ভাঙার অভিযোগ ছিল আঁখির বিরুদ্ধে। ভারতের বিরোধী দলগুলোর অভিযোগ, বিজেপি নেতাদের বিদ্বেষমূলক কনটেন্ট সরিয়ে দেয়ার ক্ষেত্রে শিথিলতা দেখাতেন তিনি। অথচ ঘৃণায় ইন্ধন জোগানোর কারণ দেখিয়ে ফেসবুক থেকে সরকার-বিরোধী অনেক পেজ মুছে দেয়া হতো।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোদির বিরুদ্ধে ইসিতে ২০ হাজার নাগরিকের চিঠি
ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
তীব্র গরমে ফেসবুকে ভাইরাল আবুল খায়েরের সেই বিজ্ঞাপন!
পাকিস্তানে নয়, ‘হাইব্রিড’ মডেলেই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে চায় ভারত
X
Fresh