• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

এবার মানুষ গুণবে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ মার্চ ২০১৭, ১৭:২০

আদমশুমারি করতে যাচ্ছে পাকিস্তান। তাও আবার ১৯ বছর পর। এজন্য প্রস্তুতি নিচ্ছে দেশটি।

বিশেষজ্ঞরা বলছেন, এ আদমশুমারির মাধ্যমে বিশ্বের ষষ্ঠ জনবহুল দেশটির জনগণের নানা জানা-অজানা তথ্য উঠে আসবে।

এবারের আদমশুমারিতে প্রথমবারের মতো ট্রান্স সেক্সুয়াল জনগোষ্ঠীকে আলাদাভাবে গণনা করা হবে। জেন্ডার বাছাইয়ে সবার জন্য পুরুষ, নারী ও ট্রান্স সেক্সুয়াল-৩টি সংখ্যাসূচক থাকছে।

পাকিস্তান বহু-নৃগোষ্ঠীর দেশ। দেশটিতে আনুমানিক ৭০টি ভাষা রয়েছে। কিন্তু আদমশুমারিতে ৯টি ভাষা তালিকাভুক্ত হবে। তবে এ পদক্ষেপ অনেক সম্প্রদায়কে হতাশ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

দেশটির নাগরিকেরা নিজেদের মুসলিম, খ্রিস্টান, হিন্দু বা আহমেদি হিসেবে ঘোষণা করতে পারবেন। অথবা কেউ অন্য সম্প্রদায়ের সদস্য হতে পারবেন।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, পাকিস্তানের প্রায় ৪০ শতাংশ মানুষ খোলা জায়গায় মলত্যাগ করেন। এমন প্রেক্ষাপটে এ আদমশুমারিতে বাড়িতে ক’টি শৌচাগার আছে-তা জানতে চাওয়া হবে।

আদমশুমারিতে জাতীয়তার ক্ষেত্রে পাকিস্তানি ও বিদেশি-এ দু’টি পছন্দ থাকছে।

এপি/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh