• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ম্যাক্রোঁকে মুসলমানদের কাছে ক্ষমা চাইতে বলল লিবিয়া

আরটিভি নিউজ

  ২৭ অক্টোবর ২০২০, ১২:২৭
EU, forging ministry, franch,
মুহাম্মাদ আল-কাবলাবি

হজরত মুহাম্মাদ (সা.) কে অবমাননা করে বক্তব্য দেয়ায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে বিশ্বের মুসলমানদের কাছে ক্ষমা চাইতে আহ্বান জানিয়েছে লিবিয়া।

দেশটির জাতীয় ঐক্যমত্যের সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।

সোমবার (২৬ অক্টোবর) রাজধানী ত্রিপোলিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মাদ আল-কাবলাবি বলেন, ম্যাক্রোঁর ইসলামকে অবমাননা করে দেয়া বক্তব্যের জন্য তার প্রতি মানুষের ঘৃণা বেড়েছে। তিনি দেশে রাজনৈতিক সুবিধা নিতেই তিনি এ ধরনের বক্তব্য দিয়েছেন।

আরব নিউজের খবরে আরও বলা হয়, ইউরোপীয় মানবাধিকার আদালত থেকে দেয়া ২০১৮ সালের এক রায়ের কথা উল্লেখ করেন তিনি বলেন, মহানবী (সা.) এর অবমাননা বাক স্বাধীনতার মধ্যে পড়ে না। তার উসকানিমূলক বক্তব্য প্রত্যাহার করে বিশ্ব মুসলিমের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করার জন্য আহ্বান জানান।

এর আগে লিবিয়ার জাতীয় ঐক্যমত্যের সরকারের সর্বোচ্চ পরিষদ ম্যাক্রোঁর ইসলাম অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে ফ্রান্সের টোটাল কোম্পানিকে লিবিয়া থেকে বহিস্কারের আহ্বান জানিয়েছে। এছাড়া লিবিয়ায় আরও যেসব ফরাসি কোম্পানি কাজ করছে তাদের সঙ্গেও চুক্তি বাতিল করার আহ্বান জানিয়েছে এই পরিষদ।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের পররাষ্ট্র সচিব যেদিন আসতে পারেন ঢাকায়
যে কারণে কক্সবাজার যাচ্ছেন সব রাষ্ট্রদূত
যে কারণে ১০ রাষ্ট্রদূতকে ঢাকায় ডেকে আনছে সরকার
১০ রাষ্ট্রদূতকে ঢাকায় ডাকছে সরকার
X
Fresh