• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

চীন ও পাকিস্তানের সাথে যুদ্ধের দিনক্ষণ ঠিক করেছে ভারত : বিজেপি নেতা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৬ অক্টোবর ২০২০, ১৫:২৯

ভারতের ক্ষমতাসীন বিজেপির উত্তর প্রদেশ প্রধান স্বতন্ত্র দেব সিং বলেছেন, চীন ও পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর দিনক্ষণ ঠিক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।খবর ভারতের এনডিটিভির।

লাদাখ সীমান্তে চীনের সঙ্গে ভারতের উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই এমন মন্তব্য করলেন উত্তর প্রদেশ বিজেপি প্রধান স্বতন্ত্র দেব সিং।

শুক্রবার বিজেপির আরেক নেতা সঞ্জয় যাদবের বাড়িতে বসে দেয়া ওই বক্তব্য এরই মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি বলেন, রাম মন্দির ও ৩৭০ ধারা বাতিলের মতোই পাকিস্তান ও চীনের বিরুদ্ধে ভারত কবে যুদ্ধ ঘোষণা করবে, তার নির্দিষ্ট দিনক্ষণ ভেবে রেখেছেন প্রধানমন্ত্রী। তার বক্তব্যে সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টিকে সন্ত্রাসীদের সাথে তুলনা করেন।

তবে দেশটির কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি বলেছেন, চীনের সঙ্গে সীমান্ত বিরোধের ইতি টানতে আগ্রহী দিল্লি। তবে একইসঙ্গে ভারতের এক ইঞ্চি জমিও কেউ কেড়ে নিতে পারবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

এমএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোস্তাফিজ ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা
ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু
ভারতের লোকসভা নির্বাচনে আজ ভোটগ্রহণ শুরু 
পাবনায় ১২ ট্রাক ভারতীয় চিনি আটক
X
Fresh