• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নতুন যুদ্ধ বিরতিতে আর্মেনিয়া ও আজারবাইজান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৬ অক্টোবর ২০২০, ১২:১২

নতুন যুদ্ধ বিরতি ঘোষণা করেছে আর্মেনিয়া ও আজারবাইজান। স্থানীয় সময় সোমবার সকাল ৮ থেকে এই বিরতি কার্যকর হয়। মার্কিন যুক্তরাষ্ট্র এ যুদ্ধ বিরতির মধ্যস্থতা করছে। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং আর্মেনিয়া ও আজারবাইজানের সরকার বিষয়টি নিশ্চিত করেছে। খবর আল জাজিরার।

শনিবার মার্কিন পররাষ্ট্র সচিব স্টিফেন বিয়েগুন আর্মেনিয়া ও আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকেই নতুন যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়। আগামি ২৯ অক্টোবর আবার তারা নাগোর্নো-কারাবাখ ইস্যু নিয়ে আবার বৈঠক করবে।

এর আগে দুইবার যুদ্ধ বিরতি ঘোষণা করেছিল নাগোর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে যুদ্ধে লিপ্ত হওয়া আর্মেনিয়া-আজারবাইজান। দু’বারই একে অপরকে দোষারোপ করে যুদ্ধবিরতি ভঙ্গ করেছে। এবার তারা নতুন করে মানবিক যুদ্ধ বিরতিতে গেল। আর্মেনিয়া দাবি করছে যুদ্ধে তাদের ৯৭৪ জন সেনাসদস্য নিহত হয়েছে। অপর দিকে যুদ্ধে ৬৫ জন সাধারণ নাগরিক নিহত হলেও কতজন সেনা মারা গেছে তা প্রকাশ করছে না আজারবাইজান।

২৭ সেপ্টেম্বর থেকে নাগোর্নো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে যুদ্ধ শুরু করে আজারবাইজান ও আর্মেনিয়া।

আন্তর্জাতিকভাবে নাগোর্নো-কারাবাখ অঞ্চলের মালিকানা আজারবাইজানের। কিন্তু বহু বছর ধরে সেটি আর্মেনিয়া শাসন করে আসছে। ১৯৯৪ সালের যুদ্ধের পর থেকে সেখানে আর্মেনিয়ার সেনাবাহিনী রয়েছে। ১৯৯১ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত চলা যুদ্ধে দুই দেশের ৩০ হাজার মানুষ মারা যায়।

এমএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজায় গণহত্যা চলছেই, যুদ্ধবিরতির প্রস্তাব মানছে না ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাব পাসের পর  ইসরায়েলের হামলায় ৮১ ফিলিস্তিনি নিহত
গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘে পাস
গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে রাশিয়া-চীনের ভেটো
X
Fresh