logo
  • ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২০, ১০ অগ্রহায়ণ ১৪২৭

মুহাম্মাদ (সা.) কে অবমাননা করায় ফ্রান্সের শাসকগোষ্ঠীকে মূর্খ ও গোঁয়ার বললেন ইরানের স্পিকার

  আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

|  ২৬ অক্টোবর ২০২০, ১০:৫০ | আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ১১:০৮
মহানবী হযরত  মুহাম্মদ  (স:)কে নিয়ে বির্তকিত কার্টুন প্রকাশ ও মুসলিমদের নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকে কলিবফ। তিনি নিজেরঅফিসিয়াল টুইটার পেইজে লিখেছেন, শুধু মসলিমরা নন, বরং এ ঘটনায় বিশ্বের সকল একেশ্বরবাদী মানুষ সমস্বরে ফ্রান্সের মুর্খ ও গোয়ার শাসকগোষ্ঠীর নিন্দা ও ধিক্কার জানাচ্ছে। 

ইরানের সংসদ স্পিকার বলেন, নীচু প্রকৃতির এই লোকগুলোর ধৃষ্টতা প্রমাণ করে, তারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না এবং তারা সকল ঐশী ধর্মের শত্রু।

ফরাসি পত্রিকা শারলি এবদো সম্প্রতি বিশ্বনবী (সা.)-এর অবমাননাকর কার্টুনগুলো পুনর্মুদ্রণ করেছে। আর এ ধরনের কার্টুন প্রকাশ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো।  

 

এমএস/এম

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৪৫১৯৯০ ৩৬৬৮৭৭ ৬৪৪৮
বিশ্ব ৬০৩২৫২৬৯ ৪১৭২৯৫৩৩ ১৪১৮৯৯২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • আন্তর্জাতিক এর সর্বশেষ
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়