• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পণ্য বয়কট বন্ধে আরব দেশগুলোর প্রতি ফ্রান্সের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৬ অক্টোবর ২০২০, ১০:১৬

মহানবী হযরত মুহাম্মদ (স:) কে নিয়ে কার্টুন প্রকাশ ও ও দেশটি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর মুসলিমদের নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে মধ্যপ্রাচ্যের অনেক দেশেই ফ্রান্সের পণ্য বয়কট শুরু হয়েছে। এর প্রেক্ষিতে এক বিবৃতিতে পণ্য বয়কট বন্ধে আরব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর ফ্রান্স টুয়েন্টি ফোরের।

বিবৃতি বলা হয়, ‘আরব দেশগুলোর পণ্য বয়কটের ডাক ভিত্তিহীন। অবিলম্বে এসব বন্ধ করা উচিত। এটি আমাদের দেশের বিরুদ্ধে এটি একটি আক্রমন, যা সংখ্যালঘু মৌলবাদীদের মাধ্যমে আরোপিত’।

এদিকে, কার্টুন প্রকাশ বন্ধ না করা এবং ম্যাঁক্রোর মুসলিমদের প্রতি বিদ্বেষপূর্ণ মন্তেব্যর প্রতিবাদে ফ্রান্সের পণ্য বয়কটের পরিধি বাড়ছে। কুয়েত ও মরোক্কোর পর আরব বিশ্বের অন্যতম বড় অর্থনৈতিক শক্তি সৌদি আরবেও হ্যাশ ট্যাগ ব্যবহার করে পণ্য বয়কট শুরু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। একই ধরনের বয়কট আন্দোলন শুরু করেছে কাতার ও জর্ডানের ফেসবুক ও টুইটার ব্যবহারকারীরাও।

এমএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কঠিন গ্রুপে আর্জেন্টিনা, সহজ গ্রুপে ফ্রান্স
ফ্রান্সে গুগলের ২৫০ মিলিয়ন ইউরো জরিমানা
অস্ট্রেলিয়া-ইন্দোনেশিয়াসহ ৪ দেশে রোজার তারিখ ঘোষণা
ফ্রান্সের উদ্দেশ্যে স্পিকারের ঢাকা ত্যাগ
X
Fresh