• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

স্পেনে কারফিউ ও জরুরি অবস্থা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৬ অক্টোবর ২০২০, ০৯:৩০
ছবি সংগৃহীত।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সামলাতে ব্যাপক সতর্কতা নিচ্ছে ইউরোপের দেশগুলো। সংক্রমণ এড়াতে এবার দেশব্যাপী জরুরি অবস্থা ও রাত্রিকালীন কারফিউ জারি করলো স্পেন। প্রধানমন্ত্রী পেদ্রো সানজেজ জানান, এ কারফিউ প্রতি রাত ১১ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত বহাল থাকবে। খবর বিবিসির।

প্রধানমন্ত্রী জানান, জরুরি অবস্থার আওতায় আঞ্চলিক চলাচলে নিষেধাজ্ঞা দিতে পারে সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসন। করোনা এড়াতে নতুন বিধি বিধানের সময়সীমা ১৫ দিন থেকে ৬ মাস পর্যন্ত বাড়াতে সংসদের অনুমতি চাইবেন তিনি।

সংক্রমণের ঢেউ থামাতে শনিবার ইতালিও নাগরিকদের জন্য নতুন বিধিনিষেধ আরোপ করেছে। এদিকে, ফ্রান্সে প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় সেখানে নতুন করে ৫২ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে।

এমএস/এম

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতালিতে ঝগড়ার জেরে দেশে সংঘর্ষ, এক মৃত্যুসহ আহত ১২
ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের ইফতার মাহফিল অনুষ্ঠিত
স্পেনে বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিল
এক চুমুতে আড়াই বছরের জেল!
X
Fresh