logo
  • ঢাকা রোববার, ০৬ ডিসেম্বর ২০২০, ২১ অগ্রহায়ণ ১৪২৭

ব্রিটেনের বিরুদ্ধে মামলার উদ্যোগ ফিলিস্তিনের আইনজীবীদের

১৯১৭ সালে বেলফোর ঘোষণার মধ্য দিয়ে ইহুদিবাদী ইসরাইল রাষ্ট্র সৃষ্টির উদ্যোগ নেয় ব্রিটেন। এ ঘটনার এক’শ বছরেরও বেশি সময় পর দেশটির বিরুদ্ধে মামলার উদ্যোগ নিয়েছে ফিলিস্তিন। খবর জেরুজালেম পোস্টের। 

গত বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে ফিলিস্তিনি আইনজীবীরা এ উদ্যোগ নেন। তারা বলছেন, বেলফোর ঘোষণার মাধ্যমে ইহুদিবাদী ইসরাইল সৃষ্টির উদ্যোগ নেয়ার কারণেই আজ ফিলিস্তিনিদের এত দুর্ভোগ। 

আইনজীবীরা বলেন, এ ঘোষণার মাধ্যমে শতকরা ৯৩ ভাগ মুসলিমদের অধিকারকে উপেক্ষা করা হয়েছে। যে সময় ইসরাইল সৃষ্টির উদ্যোগ নেয়া হয়, তখন ফিলিস্তিনি ভূখন্ডে মাত্র সাত ভাগ ইহুদির বসবাস ছিলো। 

 

এমএস

 

RTVPLUS