• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

দীর্ঘ অসুস্থতার পর মারা গেলেন স্যামসাংয়ের চেয়ারম্যান লি কুন-হি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ অক্টোবর ২০২০, ১১:৩৩

বিশ্বের অন্যতম ইলেকট্রনিক্স পণ্যসামগ্রীর প্রতিষ্ঠান- স্যামসাং এর চেয়ারম্যান লি কুন-হি মারা গেছেন। এই সময়ে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। ২০১৪ সালে হার্ট এ্যাটাকের পর থেকেই তিনি বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগতে থাকেন তিনি। খবর নিউইয়র্ক টাইমসের।

লি’র মৃত্যুর খবর জানিয়ে স্যামসাংয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, “অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি যে, স্যামসাং ইলেকট্রনিকসের চেয়ারম্যান লি কুন আর নেই। চেয়ারম্যান লি ২৫ অক্টোবর আমাদের ছেড়ে চলে যান। মৃত্যুকালে তার পাশে ছিলেন ভাইস চেয়ারম্যান জেই ওয়াই লি’সহ পরিবারের সদস্যরা। তিনি ছিলেন সত্যিকারের স্বপ্নদ্রষ্টা, যিনি স্থানীয় পর্যায়ের একটি ব্যবসাকে স্যামসাংকে বিশ্বের শীর্ষ পর্যায়ের উদ্ভাবন প্রতিষ্ঠান ও ইন্ডাস্ট্রিয়াল শক্তিতে পরিণত করেছিলেন। তার এই অবদান চিরদিন স্মরণীয় থাকবে। দক্ষিণ কোরিয়ার মোট দেশজ উৎপাদনের এক-পঞ্চমাংশেই অবদানই রয়েছে প্রতিষ্ঠানটির’’।

ফোর্বস ম্যাগাজিনের মতে, লি কুনের সম্পদের পরিমান ২০ বিলিয়ন ডলার। যদিও ২০১৪ সালে স্ট্রোক করার পর থেকে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে স্যামসাংকে।

ব্যক্তিগত জীবনে লি ছিলেন প্রচারবিমুখ। ২০১৪ সালে শারীরিক অবস্থা অবনতি হওয়ার পর থেকে আর কোন তথ্য প্রকাশ্যে আসেনি।

এমএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইফোনকে টপকে শীর্ষে স্যামসাং
X
Fresh