• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চীনকে মোকাবেলায় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নৌঘাঁটি বানাবে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
  ২৪ অক্টোবর ২০২০, ১৮:২৫

চীনকে মোকাবেলায় পশ্চিম প্রশান্ত মহাসাগর অঞ্চলে নৌঘাঁটি বানিয়ে সেখানে কোস্ট গার্ডের টহল জাহাজ মোতায়েন করবে মার্কিন যুক্তরাষ্ট্র। জানিয়েছেন, দেশটির শীর্ষ উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন। খবর আল জাজিরার।

রবার্ট ও’ব্রায়েন বলেন, চীনের অবৈধ, অপরিকল্পিত, নিয়ন্ত্রণহীন মাছ ধরা এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত অন্যান্য দেশের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলগুলোতে চলাচলরত জাহাজগুলোর ওপর হয়রানি আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি। পাশাপাশি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিবেশীদের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক স্থিতিশীলতা বিপন্ন করছে চীন। মার্কিন এই পদক্ষেপ চীনের বিরুদ্ধে লড়াই করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

চলতি মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও টোকিওতে কোয়াডের একটি সভার নেতৃত্ব দেন। আর এ থেকে ওয়াশিংটন আশা করছে, যুক্তরাষ্ট্র, জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার সমন্বিত পদক্ষেপ দক্ষিণ চীন সাগরে চীনের সামুদ্রিক আগ্রাসনের বিরুদ্ধে কঠোর ভূমিকা গ্রহণ করতে পারবে।

এমএস/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে চেষ্টা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র’
যুক্তরাষ্ট্রে সেতু দুর্ঘটনা : দুই মরদেহ উদ্ধার
নিজের ডেকে আনা পুলিশের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি তরুণের 
বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বে যুক্তরাষ্ট্র গর্বিত : ব্লিঙ্কেন
X
Fresh