• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

করোনাভীতি উপেক্ষা করে ভারতে নির্বাচনী জনসমাবেশ 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ অক্টোবর ২০২০, ২২:২৫
Electoral rallies in India ignore coronal fears
করোনাভীতি উপেক্ষা করে ভারতের বিহারে নির্বাচনী জনসমাবেশ 

করোনাঝড়ে বিপর্যস্ত ভারত। প্রতিদিনই মারা যাচ্ছে শত শত মানুষ। এমনকি প্রায়দিনই হাজারের কোটায় গিয়ে ঠেকে মৃত্যু সংখ্যা। তাই চলমান দুর্গাপূজায় বেশি জনসমাগম না করার পাশাপাশি সবসময় মাস্ক পরিধান এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর বিবিসির।

কিন্তু দেশটির বিহার রাজ্যের রাজনীতিবিদ এবং জনগণের কাছে এ আহ্বানের কোনো বাস্তবায়ন নেই। রাজ্যের নির্বাচনী প্রচারণায় সর্বত্রই ব্যাপক জনসমাবেশ।

আগামী ২৮ অক্টোবর রাজ্যের নির্বাচন। এতে ক্ষমতাসীন বিজেপিসহ সকল রাজনৈতিক দল ব্যাপক প্রচারণায় ব্যস্ত। বিবিসির ফুটেজে দেখা যায়, রাজনৈতিক নেতাদের কাছাকাছি পৌঁছাতে সমাবেশগুলোয় সাধারণ মানুষের ব্যাপক জটলা। কিন্তু কারো মুখেই মাস্ক কিংবা সামাজিক দূরত্বের বালাই নেই।

ভারতের স্বাস্থ্য বিজ্ঞানীরা বলছেন, এ ধরনের জনসমাবেশ দ্রুত করোনা ছড়ানোর পাশাপাশি ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। যদিও সেখানকার নির্বাচন কমিশন স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে রাজনৈতিক দলগুলোকে বারবার সতর্ক করে আসছে।
এমএস/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার পরও কমেছে দাম
স্বাধীনতা দিবসে ভারতের শুভেচ্ছা
‘ভারতের পেঁয়াজ দিয়ে পেঁয়াজু খেয়ে বয়কটের ডাক তামাশা’
ভারতের উত্তর প্রদেশে নিষিদ্ধ হলো মাদরাসা
X
Fresh