• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

দক্ষিণ কোরিয়ায় ইনফ্লুয়েঞ্জার টিকা নেয়ার পর ২৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২২ অক্টোবর ২০২০, ২১:৪২
women, vaccine, per lament,
দক্ষিণ কোরিয়ার হাসপাতাল

দক্ষিণ কোরিয়ায় ইনফ্লুয়েঞ্জার টিকা নেওয়ার পর অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। তবে স্বাস্থ্য কর্মকর্তারা দাবি করেছেন, এই মৃত্যুর সঙ্গে টিকার সরাসরি কোনো সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়নি। খবর রয়টার্সের।

কোরিয়া ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এজেন্সি জানিয়েছে, এক কোটি ৯০ লাখ কিশোর-কিশোরী ও প্রবীণদের বিনামূল্যে টিকাদান কর্মসূচি চলাকালে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৭ বছরের এক কিশোরও রয়েছে।

সংস্থার পরিচালক জিয়ং ইআন-কিয়ং দেশটির পার্লামেন্টে বলেছেন, ‘মৃতের সংখ্যা বাড়ছে, তবে আমাদের টিম দেখতে পেয়েছে টিকা দেওয়ার সঙ্গে মৃত্যুর সম্পৃক্ততার সম্ভাবনা খুবই কম।

স্বাস্থ্যমন্ত্রী পার্ক নিয়াং-হু বলেছেন, আমি দুঃখিত যে টিকা নিয়ে জনগণ উদ্বিগ্ন। আমরা কারণ খুঁজে বের করার চেষ্টা করছি। তবে পুরো প্রক্রিয়াটি খতিয়ে দেখা হবে, যেখানে সরকারের বিভিন্ন সংস্থা সম্পৃক্ত থাকবে।

দ্য কোরিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন টিকাদান কর্মসূচি স্থগিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, টিকার সঙ্গে মৃত্যুর সংশ্লিষ্টতা পাওয়া না যাওয়ায় এটি স্থগিত হচ্ছে না।

আরও পড়ুন:
থাইল্যান্ডে জরুরি অবস্থা প্রত্যাহার
আফগানিস্তানে মসজিদে বিমান হামলায় ১১ শিশু নিহত
আবারও লেবাননের প্রধানমন্ত্রী পদে সাদ আল হারিরিকে মনোনয়ন

এমএস/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিকা নিতে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট লাগবে হজযাত্রীদের 
মালদ্বীপে প্রেসিডেন্ট মুইজ্জুর দল পিএনসির বড় জয়
ইসরায়েল–ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস
ক্যানসারের টিকাও সম্ভব করতে পারে নতুন প্রযুক্তি
X
Fresh