• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

থাইল্যান্ডে জরুরি অবস্থা প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২২ অক্টোবর ২০২০, ২১:০৩
Thailand,
থাইল্যান্ডে জরুরি অবস্থা প্রত্যাহার।

বিক্ষোভকারীদের থামাতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক ও কয়েকটি শহরে এক সপ্তাহের বেশি জরুরি অবস্থা জারি রেখেছিলো থাইল্যান্ড সরকার। বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রীর এক আদেশে জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়। এ খবর জানিয়েছে সিএনএন।

এদিন রয়েল গেজেটের একটি ঘোষণায় জানানো হয়, উদ্ভূত পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি করা হয়েছিলো; এটি সমাধান হওয়ায় স্থগিত করা হলো। বর্তমান পরিস্থিতিতে দেশে এখন সাধারণ আইন প্রয়োগ করা হবে।

আন্দোলনকারীদের দাবি, থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং রাজার ক্ষমতা কমিয়ে আনা। বিক্ষোভ দমনে গত বৃহস্পতিবার জরুরি অবস্থা জারি করে দেশটির সরকার। এতে চারজনের বেশি মানুষের জমায়েত ও কারফিউ আরোপ করা হয়। তবে কারফিউ উপেক্ষা করে বিক্ষোভে আরও বেশি সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

এর আগে বুধবার বিক্ষোভকারীরা পদত্যাগের জন্য থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে তিন দিনের আল্টিমেটাম দেয়। এর মধ্যে তাকে পদত্যাগ করার আহ্বান জানান। অন্যথায় আবারো রাস্তায় নামার হুঁশিয়ারি শিক্ষার্থীদের নেতৃত্বে পরিচালিত এই আন্দোলনকারীদের।

আরও পড়ুন:
আবারও লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল হারিরি
আফগানিস্তানে মসজিদে বিমান হামলায় ১১ শিশু নিহত
ডেমোক্রেট ভোটারদের ভয় দেখাচ্ছেন ট্রাম্পের উগ্র সমর্থকরা

এমএস/এম

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাসরের পর লাপাত্তা স্বামী, শ্বশুরবাড়িতে অবস্থান তরুণীর
মালয়েশিয়ায় ই-পাসপোর্টসংক্রান্ত হাইকমিশনের জরুরি নোটিশ
২৪ এপ্রিল থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী
দাবায় শীর্ষে বাংলাদেশের নীড়
X
Fresh