• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

আফগানিস্তানে তালেবানদের হামলায় ২৫ নিরাপত্তাকর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২১ অক্টোবর ২০২০, ১৮:০৯
Afghanistan
আফগানিস্তান।

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে তালেবানদের হামলায় দেশটির অন্তত ২৫ জন নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় এখনো স্বীকার করেনি তালেবান। খবর ফরাসি বার্তা সংস্থা এএফপির।

দেশটির ধবার তাখার রাজ্যে আফগান নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

রাজ্য গভর্নরের মুখপাত্র জাওয়াদ হেজরি দাবি করেছেন, পাল্টা হামলায় অনেক তালেবান যোদ্ধাও হতাহত হয়েছে।

এএফপিকে তিনি বলেন, এখনো লড়াই চলছে। তালেবানদের মধ্যেও অনেকে হতাহত হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তাখার প্রদেশের স্বাস্থ্য বিষয়ক পরিচালক আব্দুল কাইয়ুম। তার দাবি অনুযায়ী হামলায় প্রাদেশিক পুলিশের ডেপুটি প্রধানসহ ৩৪ জন নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে।

তিনি জানান, ওই নিরাপত্তাকর্মীরা একটি অভিযান পরিচালনা করতে যাচ্ছিল, পথেই তালেবানদের আক্রমণের শিকার হয় তারা।

আরও পড়ুন:
ব্রিটেনে ৩১৭ কেজি ওজনের ব্যক্তিকে হাসপাতালে নেয়া হলো ক্রেনে
চায়না লেকে মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান বিধ্বস্ত
ফের চালু হচ্ছে বিশ্বের দীর্ঘতম ফ্লাইট, বাড়ছে দূরত্ব

এমএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অভিনেত্রী অরুন্ধতী
অবন্তিকার মৃত্যু : তথ্য চেয়ে তদন্ত কমিটির বিজ্ঞপ্তি
লন্ডনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নাট্যনির্মাতার মৃত্যু
নওগাঁ জেলা কারাগারে হাজতির মৃত্যু
X
Fresh