• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

কুয়েতে প্রবাসী কোটা আইন পাস, ফিরতে হবে আড়াই লাখ বাংলাদেশিকে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২১ অক্টোবর ২০২০, ১৫:২২
Kuwait passes expatriate quota law, 2.5 lakh Bangladeshis will have to return
মিডল ইস্ট আই থেকে নেয়া

অভিবাসী শ্রমিকদের সংখ্যা কমিয়ে আনতে সরকারকে এক বছরের সময় দিয়ে প্রবাসী কোটা আইন পাস করেছে কুয়েতের পার্লামেন্ট। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ বলছে, এর ফলে কুয়েত ছাড়তে হবে লাখ লাখ প্রবাসীকে।

সর্বশেষ হিসাব অনুযায়ী, কুয়েতে মোট জনসংখ্যা ৪৮ লাখ। এর মধ্যে ৩৪ লাখ অভিবাসী, যা দেশটির মোট জনসংখ্যার ৭০ শতাংশের বেশি।

তবে নতুন আইনের ফলে এই সংখ্যা কমিয়ে আনতে বেশকিছু সংস্কার করা হবে। করোনাভাইরাস মহামারির কারণে এমনিতেই তেলের দাম কমে গেছে, তাই খুব একটা ভালো নেই দেশটির অর্থনীতি।

এমতাবস্থায় আর্থিক প্রভাবে কারণে কুয়েতে প্রবাসীদের সংখ্যা কমিয়ে আনতে সক্রিয় হয়েছে দেশটির সরকার। এছাড়া কুয়েতি নাগরিকদের চাকরি দেয়াটা জরুরি হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য।

গত জুন মাসে কুয়েতের প্রধানমন্ত্রী বলেছিলেন, দেশটিতে অভিবাসীর সংখ্যা ৩০ শতাংশের বেশি হওয়া উচিত নয়। এর পরের মাসেই কুয়েতের ন্যাশনাল অ্যাসেম্বলি একটি আইন পাস করে, যেখানে বলা হয়- দেশটিতে ভারতীয় প্রবাসীর সংখ্যা ১৫ শতাংশের বেশি হবে না।

ওই আইনটি এ মাসেই কার্যকর হওয়ার কথা ছিল। আগামী মাসে কুয়েতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে তড়িঘড়ি করে এই আইন বাস্তবায়নের একটা বিষয় আছে।

এদিকে একই আইনে বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের জন্য মাত্র ৩ শতাংশ রাখার প্রস্তাব দেয়া হয়েছে। কোটা অনুযায়ী কুয়েত সরকার যদি মাত্র ৩ শতাংশ বাংলাদেশি অভিবাসীকে জায়গা দেয়, তাহলে আড়াই লাখেরও বেশি অভিবাসীকে বাংলাদেশে ফিরে আসতে হবে।

এক হিসাব অনুযায়ী, কুয়েতে বর্তমানে প্রায় তিন লাখ বাংলাদেশি প্রবাসী রয়েছেন। হাতে গোনা কয়েকজন ছাড়া তাদের সবাই বিভিন্ন অদক্ষ বা স্বল্প-দক্ষ পেশায় নিয়োজিত। বিশেষ করে, পরিচ্ছন্নতা কর্মী, নির্মাণ শ্রমিক, গাড়ি চালনা, হোটেল বয় ইত্যাদি পেশায় বাংলাদেশি শ্রমিকদের বেশি দেখা যায়।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসলামবিদ্বেষ ঠেকাতে জাতিসংঘে প্রস্তাব পাস, পক্ষে ভোট বাংলাদেশের
স্নাতক পাসেই চাকরি, বেতন ৫৫ হাজার
কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অভ্যর্থনায় সিক্ত জামালরা
যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধের বিল পাস
X
Fresh